বাজে ফর্মের জন্য লিটন দাসের দল থেকে বাদ পড়া এখন নিয়মিত ঘটনা। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেও একাদশ থেকে বাদ পড়েছেন তিনি। মাঠে ছিলেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে। পানি, কলা, আপেল, ফলমূল নানান কিছু সাথে নিয়ে মাঠে প্রবেশ করেছেন তিনি। সেসব খেয়েই জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ একটি সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল।
লিটনের এই ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে বদ্ধ পরিকর অন্যান্য খেলোয়াড়রা। সেজন্য বাকি জীবন লিটনকে দ্বাদশ খেলোয়াড় হিসেবেই নিজেদের সাথে রাখতে চান ক্রিকেটাররা।
এমনই এক ক্রিকেটার নিজের একটি ফেক আইডি থেকে বলেন, মাঠে নামার পর তো ব্যাটে বলই আসতেছিল না, স্ট্রাগল করতেছিলাম, মনে হচ্ছিল আউট হয়ে যাব। এরপরই মাঠে আসেন লিটন ভাই, সাথে আনেন কলা, আপেল, মাল্টা। আরাম করে খেলাম। এরপরই হাতটা খুলে গেল। ব্যাট ঘুরাইলেই ছক্কা হচ্ছে।
লিটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই খেলোয়াড় আরও বলেন, এক পর্যায়ে তো আমার এমন মনে হইছে যে, আমার রানগুলা লিটনদাকে দিয়ে দেই। এই রানে তো আসলে আমার কোনো অবদানই নাই। লিটনদা যদি দ্বাদশ খেলোয়াড় হিসেবে না থাকতো, মাঠে কলা নিয়ে না আসতো তাহলে আমার এই রানগুলাই হতো না।
বাংলাদেশের ড্রেসিং রুমে নাকি এই ঘটনা নিয়ে বেশ আলোচনাও হয়েছে। আরও অনেক ব্যাটসম্যান লিটনের দ্বাদশ হিসেবে থাকার এই শক্তি টের পেয়েছেন। লিটনের কলা খাওয়ার পর তাদের ব্যাটও দেখিয়েছে রানের ফুলঝুরি।
বাংলাদেশের ড্রেসিং রুম ছেড়ে এই ঘটনা পৌঁছে যায় বিশ্বের অন্যান্য দলের ড্রেসিং রুমেও। ফলে ক্রিকেট খেলুড়ে আরও অনেক দেশই লিটনকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে নিজেদের দলে চেয়ে বিসিবির কাছে চিঠিও দিয়েছেন। তবে বিসিবি কোনোভাবেই লিটনকে ছাড়তে রাজি হননি।