লম্বা ছুটি উপলক্ষে রোমের আদলে ব্রাহ্মণবাড়িয়ার নির্মিত হলো কলোসিয়াম

৯৯ পঠিত ... ১৬:৪২, এপ্রিল ০৭, ২০২৪

13 (7)

এমনিতেই ট্যাঁটা ফাইটের জন্য সারাবছর আলোচনায় থাকে ব্রাহ্মণবাড়িয়া। এরমাঝে ইদের ছুটি কাটাতে ব্রাহ্মণবাড়িয়াতে ফিরছেন আরও লাখখানেক ব্রাহ্মণবাড়িয়ান। ধারণা করা হচ্ছে এবারের ছুটি লম্বা হওয়ায় জমিজমা সংক্রান্ত ইস্যু ছাড়াও আরও নানাবিধ কারণে এক্সট্রিম ট্যাঁটা ফাইটের দেখা পাবে দেশবাসী। ট্যাঁটাযুদ্ধকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার তাই অভিনব এক ব্যবস্থা নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় প্রশাসন। প্রাচীন রোমের কলোসিয়াম যেখানে গ্ল্যাডিয়েটরদের ফাইট হতো তেমনই কলোসিয়াম তৈরি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। টিকিটের বিনিময়ে দর্শনার্থীরা ট্যাঁটা ফাইট দেখতে পাবেন এখানে। পাশাপাশি কেউ নিজেদের মধ্যেকার ঝামেলাও মেটাতে পারবেন এখানে এসে।  

বিষয়টি সম্পর্কে কলোসিয়াম কমিটির সভাপতি আমাদের বলেন ‘নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখাটা খুব জরুরি, আমরা সে চেষ্টাটাই করছি শুধু। আমি চাই ট্যাঁটাযুদ্ধের খ্যাতি ছড়িয়ে পড়ুক দেশে বিদেশে, আমার বিশ্বাস রোমের কলোসিয়াম যেভাবে বিশ্ববাসী মনে রেখেছে আমাদেরটাও মনে রাখবে। আমাদের পরিকল্পনা রয়েছে এখানকার ট্যাঁটা ফাইটগুলোকে লাইভ ব্রডকাস্ট করার এতে একদিকে যেমন রেসলিংয়ের নতুন একটি জনরা উদ্ভব হবে পাশাপাশি মানুষের আগ্রহ জন্মালে আমরা ট্যাঁটা রপ্তানি করেও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারব।’

ব্রাহ্মণবাড়িয়ায় ছুটি কাটাতে যাওয়া এমন একজনের কাছে কলোসিয়াম নির্মাণের অনুভূতি জানতে চাইলে তিনি আবেগে কান্নায় ভেঙে পড়েন পরে কান্না থামিয়ে তিনি আমাদের বলেন ‘এই ট্যাঁটার জন্য ঢাকার বন্ধুদের কাছে কত বঞ্চনা, লাঞ্চনার স্বীকার হয়েছি, কিন্তু দেখেন আজ এই ফাইটের জন্য আলাদা গ্রাউন্ড পেতে যাচ্ছি আমরা। অলিম্পিক কমিটির কাছে দাবি জানাই দ্রুতই এই ফাইটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হোক, পাশাপাশি ভেন্যু হিসেবে আমাদের কলোসিয়ামকেও যাতে রাখা হয়।

৯৯ পঠিত ... ১৬:৪২, এপ্রিল ০৭, ২০২৪

Top