ইদের দিনও ক্লাস করতে চায় শিক্ষার্থীসমাজ 

১৩৩ পঠিত ... ১৪:৪২, এপ্রিল ০১, ২০২৪

26 (3)

চলছে ২১ রমজান। চারিদিকে শপিং, সালামি, নিয়ে রমরমা অবস্থা থাকলেও, বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে বেঁচে আছে ক্লাসে যাওয়ার আতংক। নিয়মিত ক্লাস করতে হচ্ছে তাদের। আতংকের এমন এক স্টেজে এসে পৌঁছেছেন তারা, এবার ইদের দিনেও করতে চাচ্ছেন ক্লাস। স্বপ্ন, দুঃস্বপ্ন সবাইকে একসাথে রেখে কাউকে বাড়ি না পাঠিয়ে তারা বসবেন ক্লাসের বেঞ্চে।

এ ব্যাপারে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ভার্সিটির স্টুডেন্ট জানালেন, ‘২১টা রমজান চলতেছে! এখনও আমরা ক্লাস করতেছি। পারলে তো শুক্রবারেও ক্লাস নেয়। রমজান মাসকে কোনোভাবেই রমজান মনে হচ্ছে না, মনে হচ্ছে সারাবছরের এক্সট্রা ক্লাসে শিডিউল মাস। রমজানে ক্লাস করা এত অভ্যাস হয়ে গেছে এখন ইদের দিন ক্লাস না করতে পারলে ভালো লাগবে না। মন খারাপ লাগবে! যেভাবেই হোক আমরা ইদে ক্লাস করতে চাই।‘

শিক্ষার্থীদের এমন আবদার ফেলতে পারছেন না বলে জানিয়েছেন শিক্ষকরাও। একজন বলেছেন, ‘আমরাও তো মানুষ, আমাদেরও অভ্যাস হয়। ক্লাস নেয়াকে আমরাও অভ্যাসে পরিণত করে ফেলেছি। আমাদের চেষ্টা আছে ইদের দিন ক্লাস নেয়ার। একান্তই না পারলে অনলাইন ক্লাস নেয়ার ব্যবস্থা করা হবে। তবু ক্লাস নেয়া হবে।‘

১৩৩ পঠিত ... ১৪:৪২, এপ্রিল ০১, ২০২৪

Top