বুয়েটে ছাত্র-রাজনীতি ফেরত চায় হার্ভাড-অক্সফোর্ড ছাত্রলীগ

২০৭ পঠিত ... ১৪:২৮, এপ্রিল ০১, ২০২৪

31 (4)

ছাত্র-রাজনীতিকে কেন্দ্র করে উত্তপ্ত বুয়েট। একদিকে ক্যাম্পাসে ঢোকার জন্য ছাত্রলীগ অন্যদিকে রয়েছে সাধারণ ছাত্রসমাজ যারা ক্যাম্পাসে ছাত্র-রাজনীতি চায় না। এসবের মাঝেই বুয়েটে ছাত্র-রাজনীতি ফেরাতে দেশের পাশাপাশি তৎপরতা শুরু হয়েছে বিদেশেও। ছাত্রলীগের হার্ভাড এবং অক্সফোর্ড শাখার নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ, মিছিল মিটিংয়ের মাধ্যমে বুয়েটে রাজনীতি ফেরানোর দাবি জানিয়েছেন। হার্ভাড শাখার এক সহমত ভাই আমাদের বলেন ‘বুয়েটে পোলাপান এখন আর হেলমেট পড়তে চায় না, দূর্ঘটনা এড়াতে হেলমেট কতটা জরুরি জানেন? আমরা যতদিন ছিলাম সবাই হেলমেট পড়ত। সাধারণ শিক্ষার্থীরা নিজেদের ভালো বোঝে না কিন্তু ছাত্রলীগ তো বোঝে। তাদেরকে আবার নিয়মিত হেলমেট পড়ানোর অভ্যাস করাতে এবং সচেতনতা বাড়াতে ক্যাম্পাসে ছাত্রলীগের ফেরা অবশ্যই জরুরি।’

অন্যদিকে অক্সফোর্ড শাখার এক সহ-সভাপতি আমাদের বলেন ‘একটা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম থাকবে না এটা কীভাবে হয়, নতুন ছাত্র কিংবা বাইরের অতিথিরা আসলে আমরা আপ্যায়ন করবো কোথায়? যতদিন ছাত্রলীগ ক্যাম্পাসে ছিলো বুয়েটে কারো আদর আপ্যায়নে কোনো সমস্যা হয়নি, গেস্টরুম কালচার ফেরানোর স্বার্থে হলেও আমাদের বুয়েট ছাত্রলীগের সাথে থাকা উচিৎ। বদ্দারহাট কলেজের ভাইদের মতো আমরাও থাকবো রাজপথে।’এরপরে তিনি ‘বুয়েট ছাত্রলীগ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’ তবে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে গেলে সেখানকার প্রশাসন ‘সুদির ভাই লেখাপড়া করো না আবার পলিটিক্স সোদাও’বলে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়।

২০৭ পঠিত ... ১৪:২৮, এপ্রিল ০১, ২০২৪

Top