Premika> গানে ভিডিও না বানালে, হওয়া যাচ্ছে না আদর্শ প্রেমিকা

৫৯ পঠিত ... ১৬:২২, মার্চ ৩১, ২০২৪

24 (5)

একজন আদর্শ প্রেমিকার নানান গুণ। প্রেমিকাদের গুণের কোনো অভাব হয় না। প্রেমিকা মাত্রই আদর্শ। তবে, এবার প্রেমিকাদের আদর্শ বানানোর জন্য বাজারে এসেছে Premika> গান। প্রেমিকা গানে ভিডিও বানিয়ে ফেসবুক রিলস, স্টোরি, ইউটিউব শর্টস এবং টিকটকে আপলোড করে আপনি হয়ে উঠতে পারেন একজন আদর্শ প্রেমিকা।

এ ব্যাপারে আমরা অলরেডি আপলোড করা এক আপুর সাথে কথা বললে তিনি জানালেন, ‘বেশি কিছু না। নিজের সুন্দর অসুন্দর কিছু ছবি নিয়ে, তার উপরে Premika> লিখে, পেছনে গান জুড়ে দেবেন। ছবিগুলো স্লাইড শোতে আসবে একটার পর একটা। একটা জিনিসই মাথায় রাখতে হবে, আপনি যত বেশি বেশি প্ল্যাটফর্মে আপলোড করবেন আপনি তত বেশি আদর্শ। যেমন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, হোয়াটস অ্যাপ এরকম সবগুলোতে আপলোড করে দেবেন।’

আদর্শ প্রেমিকা হওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছেন। এক ভুয়া তথ্যের মাধ্যমে জানা গেছে এইসব প্রেমিকাদের কাছ থেকে রক্ষা চাচ্ছেন স্বয়ং Premika> গান নিজেই। আগে জানলে নিজেকে বাজারে আনতেন না বলে দাবিও জানিয়েছেন তিনি।

৫৯ পঠিত ... ১৬:২২, মার্চ ৩১, ২০২৪

Top