এবার ইদে অনেক লম্বা ছুটি। এই ছুটির ঘনত্ব এবং স্থায়ীত্ব একটাও প্রকাশ করার মতো না। নিজেদের ইদকে আরও অনেক বেশি আনন্দিত ও কাজে লাগানোর জন্য তৈরি হয়েছেন দেশের টপাররা। ইদের কেনাকাটার আগেই তারা নিজেদের বইয়ের কেনাকাটা করে ফেলেছেন।
এক টপার জানিয়েছেন, ‘আমি ইদ শপিং করেছি। তবে, সেটা আমার বইয়ের জন্য। আমারটা পরে করব। আগে একটা বড় ব্যাগ নিয়েছি। কারণ সেমিস্টারের সব বই নিয়ে যাব। এবার অনেক লম্বা ছুটি আমার মনে হচ্ছে সিলেবাস শেষ করে আসা সম্ভব হবে। শেষে সময় থাকলে একটু রিভিশনও দেব। এই সেমিস্টারের বইয়ের পাশাপাশি আমি পরের সেমিস্টারের দুইটা বইও নিয়েছি। বলা যায় না, শেষে যদি সময় থাকে বই থাকে না, তখন কী করব? আমি এভাবেই ছুটিকে কাজে লাগিয়ে এতদিন টপার হয়ে এসেছি। এবারও তাই হব, আটকাতে পারবে না কেউ।’
টপারদের এমন কর্মকাণ্ডে পিআর প্রেশারে পড়ে যাচ্ছেন ব্যাকবেঞ্চার সমাজ। এমনিতেই তাদের সমাজে টপারদের নিয়ে নানান বিচিং-এর জন্ম হয়। এবার সেটা রাগ অভিমান হয়েও প্রকাশ পাচ্ছে। কখন কী করে বসেন কিছুই আন্দাজ করা যাচ্ছে না।