দীর্ঘদিন ধরে ফুটওয়্যারের ফ্যাশন নিয়ে অনেক পরীক্ষা-নিরিক্ষা করছেন অন্তত জলিল। কিছুদিন আগে পায়ে মাটির জুতা পরে সাড়া ফেলে দিয়েছেন এই তারকা। সাথে ছিলো হাফপ্যান্ট ও সেন্ডো গেঞ্জি। অন্তত জলিলের সেই লুক সাড়া ফেলে দিয়েছিলো অনলাইনে।
এবার আবারও ফুটওয়্যারের নতুন ফ্যাশন নিয়ে হাজির হয়েছেন জলিল। অনলাইনে ছড়াতে থাকা একটা ছবিতে দেখা যায়, ছেলেদের নতুন ধরনের একটি হাইহিল পরে আছেন জলিল। নতুন এই ফ্যাশন মুগ্ধ করেছে নেটিজেনদের। জলিল জানিয়েছেন, নতুন এই হাই ফ্যাশনেবল জুতাই তিনি এই ইদে পরবেন। এমনটাই জানিয়েছেন জলিল।
ছেলেদের এই হাই হিলের ব্যাপক সুবিধার কথাও জানান জলিল। জলিলের মতে জিনিসটা যেমন ফ্যাশনেবল তেমনি দেখতেও ভালো। একই সাথে এই ধরনের জুতা পরলে ছেলেদের বেশ হাই প্রোফাইল লাগে।
নিজের এই ফ্যাশনকে খাটো ছেলেদের জন্য উপযুক্ত ফ্যাশন বলেও আখ্যায়িত করেছেন জলিল। নিজের ভক্তদের উদ্দেশ্যে জলিল বলেন, ‘আমিও ইদের দিন জুতা পরব, আপনারাও পরেন।’
ছোটবেলার ইদ আর এখনকার সময়ের ইদের মধ্যে আকাশ-পাতাল তফাত। এ নিয়ে কথা বলতে গিয়ে মন খারাপ করলেন জলিল। বলেন, ‘ছোটবেলায় ইদ মানেই ছিল গ্রামের বাড়িতে দাদা-দাদি আর এক ডজন ভাই–বোনের হইচই। কেউ কাউকে ইদের জামা দেখাতাম না। তবু লুকিয়ে লুকিয়ে অন্যেরটা দেখার চেষ্টা করতাম। সেসব এখন শুধুই স্মৃতি। কয়েক বছর ধরেই ঈদে আর গ্রামের বাড়ি যাওয়া হয় না। তাই ইদও আর আগের মতো নেই। নতুন পোশাক কেনারও তেমন তাড়া নেই। মনে হয় যা আছে, তা দিয়েই চালিয়ে দিই।’
তবে হঠাৎ কোনো জুতার নকশা মাথায় এলে নিজেই তৈরি করে ফেলতে পারেন জলিল। এই গুণ অবশ্য পেয়েছেন মায়ের কাছ থেকে। এবার ইদেও হয়তো তা-ই করবেন। জুতা এই ছবিটা ছিল তার ট্রায়াল।