রোজা হালকা হয়ে যাওয়ার ভয়ে বেস্টফ্রেন্ডকে ব্লক লিস্টে রেখেছেন জিগাতলার জাকির

৩০৪ পঠিত ... ১৬:১৮, মার্চ ১৩, ২০২৪

431194817_913200850808247_7019187167490035257_n

চলছে রোজার মাস। এই মাসের একটা বড় আতংকের নাম হচ্ছে, রোজা হালকা হয়ে যাওয়া। এই আতংকের জন্য অনেকেই রোজা শুরু হওয়ার আগে আগেই ইনস্টাগ্রাম আনইনস্টল করে দেন। টেলিগ্রাম, টেরাবক্স চালানো বন্ধ করে দেন। এমনকি ওপেরা মিনির দিকেও তাকান না। পাশাপাশি টিকটককেও বয়কট করেন। জিগাতলার জাকিরও এই কাজগুলো করেছেন। তবে, তিনি সবকিছুর আগে নিজের বেস্টফ্রেন্ড রাকিবকে ব্লক করেছেন!

কেন করেছেন? জানতে চাইলে তিনি জানালেন, ও এমন একটা মানুষ আপনি যদি দিনে একবার এক সেকেন্ডের জন্য ওর মুখোমুখি হোন তাহলেই আপনার রোজা গেল! এমন যাওয়াই যাবে আপনি হাজার কান্নাকাটি করেও ফেরাতে পারবেন না। নিজেকে সংযত রাখার জন্য, নিজের রোজাকে সংযত রাখার জন্য আমি এই পদক্ষেপ নিয়েছি। রোজার মাসটা শেষ হলেই আমি ওকে আবার আনব্লক করে দেব, আমাদের বন্ধুত্ব আবার আগের উদ্যমে ছুটে চলবে।

জাকিরের থেকে ব্লক খেয়ে অনুভূতি কেমন জানতে চাইলে রাকিব আমাদের বললেন, আমার কী দোষ! আমি কথা বললেই যদি কোনো সুদানিরফোয়ার রোজা হালকা হয়ে যায় তাহলে ওই সোদানিরফোয়া কথা না বলাই ভালো। আমি কথা বলতে বলছি নাকি কোনো হারামজাদাকে!

৩০৪ পঠিত ... ১৬:১৮, মার্চ ১৩, ২০২৪

Top