অ্যাম্বুলেন্স বানান না জানায় রাস্তায় নামতে দেয়া হচ্ছে না অ্যাম্বুলেন্সকে

১২৪ পঠিত ... ১৭:৪৮, ফেব্রুয়ারি ১২, ২০২৪

426379342_1084952149315484_7134316040137112894_n

অ্যাম্বুলেন্স বানান জানা এখন হয়ে দাঁড়িয়েছে সময়ের দাবি। কিন্তু, এই দাবি দাওয়ার পরেও লক্ষাধিক মানুষ জানেন না অ্যাম্বুলেন্সের বানান। মানুষ বানান না জানলে খুব একটা ক্ষতি নেই, তাদেরকে বড়জোর বই খাতা কেনায় ছাড় দেয়া হচ্ছে না। কিন্তু, অ্যাম্বুলেন্স নিজেই অ্যাম্বুলেন্স বানান না জানলে তাকে নামতে দেয়া হচ্ছে না রাস্তায়।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক লেখকের সাথে কথা বললে তিনি জানালেন, ‘আমরা কয়েকজন লেখক একসাথে পথে নেমেছি। আমাদের দাবি, সবাইকে অ্যাম্বুলেন্স বানান জানতে হবে। কয়েকটা অ্যাম্বুলেন্সকে ধরে বানান জিজ্ঞেস করেছি, তারা উত্তর দিতে পারেনি। অ্যাম্বুলেন্স বানান না জেনে তারা অ্যাম্বুলেন্স হয়েছে, এটা তো মেনে নেয়া যায় না! তাই আমরা স্টুপিডদের বাসায় ফেরত পাঠিয়ে দিয়েছি। বানান না জানলে রাস্তায় নামতে দেয়া হবে না একটা অ্যাম্বুলেন্সকেও!’

এক গোপন সূত্রের মাধ্যমে জানা গেছে, দলে দলে অ্যাম্বুলেন্সরা ২ মিনিট স্কুলে ভর্তি হচ্ছেন। অ্যাম্বুলেন্স বানান শিখে তারপরেই রাস্তায় নামবেন এই আশায়। এমনও জানা গিয়েছে এখন রাস্তায় অ্যাম্বুলেন্স প্যাঁ পুঁ আওয়াজ থেকে বিরত থাকবে। তাদের আওয়াজ হবে, অ যফলা আকার, অ্যা…

১২৪ পঠিত ... ১৭:৪৮, ফেব্রুয়ারি ১২, ২০২৪

Top