থাইল্যান্ড থেকে ফিরে ভিক্ষা করছেন মানতাশা করীম

২৮১ পঠিত ... ১৮:১১, ফেব্রুয়ারি ১১, ২০২৪

426570834_376730728424175_2219910025603663040_n (1)

কিছুদিন আগেই  থাইল্যান্ডে হয়ে গেলো প্রখ্যাত ব্যান্ড কোল্ডপ্লে’র কনসার্ট। সেখানে পৃথিবীর নানা প্রান্ত হতে সমাবেত হয়েছেন সংগীতপ্রেমীরা। ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশেও। eআরকির পক্ষ থেকে আমরা পাঠকদের উদ্দেশ্যে সময়ে সময়ে এর আপডেট জানিয়েছি। তবে সবকিছুরই আফটার ইফেক্ট বা পরিণতি বলতে একটা ব্যাপার থাকে। কনসার্ট শেষ হয়ে গেছে। সাধারণ মানুষ ফিরে এসেছেন তার পুরোনো খাঁচায়। তবে থাইল্যান্ড থেকে ফিরে অর্থকষ্টের ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছেন অনেকে। এমনই একজন মানতাশা করীম। থাইল্যান্ড থেকে ফিরে ঝিগাতলা মোড়ে প্রতিদিন ভিক্ষা করছেন তিনি।  

মধ্যবিত্ত মানুষেরা তাদের লিভিং স্ট্যান্ডার্ড থেকে খানিকটা নিচে নেমে সময়টা পার করছেন। যেমন আগে যদি তারা সপ্তাহে তিন দিন গরুর মাংস খেতেন, এখন খাচ্ছেন একদিন । এভাবেই পুরোনো অর্থনৈতিক অবস্থায় ফিরে যেতে কিছুদিন কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে সিগনিফিক্যান্ট পরিবর্তন এসেছে মানতাশা করীমের মত মধ্যবিত্তের আড়ালে নিম্নবিত্ত মানুষদের জীবনে। 

আপনারা কালেভদ্রে মানতাশা করীমের বহু লেখা পড়েছেন। তা পড়ে হেসেছেন, কেঁদেছেন, সমালোচনা করেছেন। মানতাশা করীমও ছিলেন এই থাইল্যান্ড স্প্রিতে। অফিস থেকে ছুটি নিয়েছিলেন দাদীর মৃত্যুর কথা বলে। তবে পরবর্তীতে একজন কলিগকে স্টোরি থেকে হাইড করতে ভুলে যাওয়ায় নেমে আসে বিপত্তি। বস কিছুটা রাগান্বিত হলেও সঙ্গীতপ্রেমের কথা ভেবে সাধারণ ক্ষমাও ঘোষণা করেছিলেন মানতাশার প্রতি। ঘটনাটি এখানেই শেষ হতে পারতো। তবে মানতাশার জীবনে নেমে এসেছে দুর্ভোগ।

থাইল্যান্ড থেকে এসেই নিয়মিত রাস্তায় ভিক্ষা করতে নামছেন মানতাশা। অফিসে শার্ট-প্যান্ট পরে আসলেও জিগাতলা মোড়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত তাকে ছেঁড়া শাড়িতে থালা হাতে দেখা যায় এমনটাই নিশ্চিত করেছে বেশ কয়েকটি সূত্র। প্রথমে এ ব্যাপারটি তিনি একেবারেই অস্বীকার করে গেলেও হাতেনাতে ধরে ফেলায় তিনি মুখ খুলতে বাধ্য হন।

মানতাশা বলেন, ‘গরীব বলে কি সাধ আহ্লাদ থাকবে না? থাইল্যান্ড যাওয়ার আগে একটা কিডনি বিক্রি করছিলাম । এখন আরেকটাই আছে, এটা বিয়ের জন্য রাখছি। মানে বিয়ের জন্য বেচবো। দিনে এখন এক বেলা খাই। কষ্ট হচ্ছে, তাতে কী, কোল্ডপ্লের কনসার্ট তো দেখা হইলো জীবনে…’ এতটুকু বলে উদাসীন দৃষ্টিতে  বাইরে তাকিয়ে থাকেন তিনি।

তিনি আরও বলেন ,’আসলে এরকম হওয়ার কথা ছিলো না। থাইল্যান্ড গিয়ে প্ল্যানের বাইরে কিছু গ্লাস স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে ফেলায় এমন দশা হয়েছে।’

২৮১ পঠিত ... ১৮:১১, ফেব্রুয়ারি ১১, ২০২৪

Top