অপরিচিত মেয়েদের মেসেজ পেলে কার্যকারিতা হারায় পুরুষদের ব্রেইন: বলছে গবেষণা

১৩১ পঠিত ... ১৫:১৫, ফেব্রুয়ারি ১১, ২০২৪

423147405_918047330014594_5779905419883192035_n

মেয়েদের মেসেজ পেলে কার্যকারিতা হারায় ছেলেদের ব্রেইনের। এমনটাই জানাচ্ছে একটি ভূয়া গবেষণা। সম্প্রতি বাংলাদেশি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটা প্রতিবেদনের পর বিষয়টি আবার দৃষ্টিগোচর হয়।

 প্রতিবেদটিতে দেখা যায়, কখনও ভারতীয় আইপিএস অফিসার, কখনওবা ভারতীয় কাস্টমস কর্মকর্তা সেজে বাংলাদেশের পুরুষদের সাথে ফেসবুকে বন্ধুত্ব করে একটা চক্র। এরপর টুকটাক আলাপের পর নাম্বার আদানপ্রদান থেকে হোয়াটস অ্যাপে ভিডিও কল। কলের অপরপাশ থেকে ক্যামেরায় অশ্লীল ভিডিও ফুটেজ ছেড়ে সেসব রেকর্ড করে চক্রটি। এরপর শুরু করে ব্ল্যাকমেইল।

সম্প্রতি বাংলাদেশের অনেক পুরুষ এই চক্রের খপ্পরে পড়েছে। এই লিস্টে আছে ডাক্তার, ব্যবসায়ী, সচিব, আমলা, ছাত্রলীগ নেতা, প্রকৌশলীও।

এই ঘটনার পর গবেষণাটি আরও একবার চোখের সামনে আসে।

গবেষণাটির অন্যতম এক গবেষক সাম্প্রতিক এই ঘটনা নিয়ে বলেন, ‘আপনি দেখেন, এরা কারা? কেউ আমলা—দেশ চালায়, কেউ প্রকৌশলী—দেশ গড়ে, কেউ ডাক্তার—রোগ সারায়, কেউ ছাত্রলীগ—দেশ চালায়। এমন সব মেধাবী মানুষ—ব্রেইনের তো তাদের কমতি নাই। কিন্তু এই মানুষগুলাই যখন একটা নারী মানে মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট পায়, মেসেজ পায়—তখনই তাদের ব্রেইন অকার্যকর হয়ে পড়ে। কার্যকারীতা বেড়ে যায় অন্য কিছুর। এরপরই ঘটে দুর্ঘটনা।’

এমন সমস্যা থেকে বাঁচতে ছাত্রলীগ, আমলা, ব্যবসায়ীসহ সকলকে আপাতত কিছুদিন মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাক্সেট করা থেকে, মেয়েদের মেসেজ সিন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন এই গবেষক। তিনি বলেন, ‘একটু নিয়ন্ত্রিত হন। নইলে বাঁচন নাই।’

তবে এই গবেষককে ধমক দিতে এক আমলা বলেন, ‘তোর কী? ট্যাকা যাইলে আমার যাবে। আমি রিপ্লাই দিবো। ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাবো। ট্যাকা-পয়সা আমাদের কাছে কিছু না, হাতের ময়লা।’

১৩১ পঠিত ... ১৫:১৫, ফেব্রুয়ারি ১১, ২০২৪

Top