মাঠে প্রতিপক্ষ দেখে রেগে উঠে গেলেন সাকিব আল হাসান

৪০৭ পঠিত ... ১৩:৩২, জানুয়ারি ২০, ২০২৪

419862985_405495428571753_9112915380147676323_n

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুরের হয়ে আজ মাঠে নেমেছেন সাকিব আল হাসান। প্রতিপক্ষ ছিলো তামিমের বরিশাল। কিন্তু মাঠে নামার সাথে সাথেই রাগ করে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। সম্পূর্ণ অবিশ্বস্ত একটা সূত্র থেকে এমনটাই জেনেছে eআরকি।

মাত্র কিছুদিন আগে প্রতিপক্ষহীন নির্বাচন করে আসার পর এখনও সেই হ্যাংওভার কাটেনি সাকিব আল হাসানের। ভেবেছেন, ক্রিকেটের মাঠেও বোধহয় প্রতিপক্ষ ছাড়াই জয়লাভ করা যায়। ভাবনার সাথে পরিস্থিতির মিল না দেখে রেগে উঠে চলে যান সাকিব।

নিজের ফেক আইডি থেকে বিষয়টি নিয়ে সাকিব বলেন, ‘এটা কোন ধরনের খেলা? যেখানে প্রতিপক্ষ আছে! কিছুদিন আগেও তো খেললাম, কই সেখানে তো প্রতিপক্ষ ছিলো না! প্রতিপক্ষ দেখলেই আজকাল মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ইচ্ছে করে ধরে একটু আদর করে দেই।’

বিসিবির উপর ক্ষোভ প্রকাশ করে সাকিব আল হাসান জানান, ‘পাপন ভাই নিজেও তো জানে এইগুলা। উনি নিজেই কিছুদিন আগে ইলেকশন খেলে আসলেন। তাহলে উনি কীভাবে আমার ম্যাচে প্রতিপক্ষ রাখার কথা ভাবতে পারেন!’

মাঠ থেকে উঠে চলে এসে পাপনকে একটা বার্তা দিতে চেয়েছেন বলেও জানান সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমি সভাপতি হলে কোনো প্রতিপক্ষই থাকবে না। শুধু তামিমের ম্যাচে তিনটা প্রতিপক্ষ রাখবো। হাহাহা।‘

৪০৭ পঠিত ... ১৩:৩২, জানুয়ারি ২০, ২০২৪

Top