অভিনেতাদের নয়, শুধুমাত্র রাজনীতিবিদদের গোল্ডেন গ্লোব দেয়ার দাবী

১১৮ পঠিত ... ১৭:২২, জানুয়ারি ১০, ২০২৪

411470202_894428335691717_5835785509217668007_n

ক'দিন আগেই চলে গেলো ৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। সিনেমা জগৎ এবং শিল্পীদের ভালো কাজকে স্বীকৃতি দেবার জন্য ১৯৪৪ সাল থেকে প্রথমবারের মতো শুরু হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড।

এবার পুরস্কার পেয়েছেন টিমোথি শ্যালামা, কিলিয়ান মার্ফি, ব্রাডলি কুপারসহ আরও অনেকে। তবে শুধু অভিনেতাদের এমন সুযোগে ক্ষিপ্ত হয়েছেন একদল মেধাবী মানুষ। ৮১তম গোল্ডেন গ্লোব পুরস্কার দেবার পর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের রাজনীতিবিদরা। তাদের দাবী, অভিনেতাদের নয়, শুধুমাত্র রাজনীতিবিদরাই এসব পুরস্কার পাবার যোগ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজনীতিবিদ বলেন, ‘পারস্পেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ। আউট অব দ্য বক্স চিন্তা করে দেখুন৷ আমাদের প্রতিনিয়ত অভিনয় করে যেতে হয়। অভিনেতাদের শুধু ক্যামেরার সামনে অভিনয় করলেই হয়। আমাদের অভিনয় করতে হয় নিজের সাথে, নিজের পরিবারের সাথে, এবং শেষমেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হলো দেশের মানুষের সাথে। আমাদের অভিনয়ের জন্য কোনো অ্যাপ্রিশিয়েশন নেই, কোনো পুরস্কার বা সম্মাননাও নেই। আমাদের প্রতি কি ইনসাফ হচ্ছে?’

মিজান (৩৭) নামের ময়মনসিংহ-৩ আসের আরেক রাজনীতিবিদ বলেন, ‘রাজনীতিবিদ মানেই শুধু রাজনীতি করতে হবে, ব্যাপারটা এমন না। যে রাঁধে সে চুলও বাঁধে। আমাদের অনেকেই আছেন যারা খুব সুন্দর গান গান, কবিতা আবৃত্তি করেন, অভিনয় করেন, মডেলিং করেন। এসব প্রমিজিং ট্যালেন্টেড স্টারদেরকে সামনে আনলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যেতো আরও বহুদূর। আমাদেরকে প্রতিদিন সামান্য চা বিক্রেতা থেকে শুরু করে বড় বড় রাঘব বোয়ালদের সামনে অভিনয় করতে হয়৷ কখনো আমরা নিজেদেরকে প্রমিজিং, কখনো কমপ্যাশনেট, কোনো সহানুভূতিশীল, কখনো দুর্বল, কখনো নমনীয়  হিসেবে প্রকাশ করি। একই দেহ-মন নিয়ে এতো অভিনয় কি চাট্টিখানি কথা? যারা গোল্ডেন গ্লোব পেলো তাদের জিজ্ঞেস করুন তো তারা কোনদিন এতো অভিনয় একসাথে করে দেখাতে পারবে কি-না?’

এই বলে মুহুর্তেই  চোখে পানি নিয়ে এসে গলা ভারী করে ফেলেন মিজান রওশন।

এদিকে এ সাক্ষাৎকারে মুগ্ধ হয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের মেথড অ্যাক্টর বলে আখ্যায়িত করেছে গোল্ডেন গ্লোব কমিটি। তারা এক টুইটারে জানান, ‘পরবর্তী থেকে চলচ্চিত্রশিল্পীর বদলে রাজনৈতিক শিল্পীদেরই পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। আমাদের এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

শুধু তাই নয়, 'Poor Things' সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া এমা স্টোন তার পুরস্কারটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে করে  ইতিমধ্যে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশের সেরা রাজনৈতিক অভিনেত্রীর জন্য। আশা করি আগামী দু'দিন মধ্যেই তা হাতে এসে পৌঁছাবে।

১১৮ পঠিত ... ১৭:২২, জানুয়ারি ১০, ২০২৪

Top