ঋণের দায়ে জর্জরিত সাকিব আল হাসান

২৬১ পঠিত ... ১৭:৩৪, ডিসেম্বর ০৪, ২০২৩

34

জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে মনোনয়ন পত্র জমা দেয়ার সময় হলফনামায় আয়-ব্যয়ের হিসেব দেখিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাকিব আল হাসান। দৈনিক সমকালে প্রকাশিত এই হলফনামা পর্যবেক্ষণ করে দেখা যায়, ঋণের দায়ে জর্জরিত সাকিব আল হাসান।

হলফনামায় তিনি বার্ষিক গড় আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। জামানতের বিপরিতে ব্যাংক ঋণ দেখিয়েছেন ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮৩ টাকা।  

এই হিসেব দেখে অনেকে ধারণা করছেন ঋণের দায়ে জর্জরিত সাকিব। ৩১ কোটির টাকার ঋণ ভক্তরা মেনে নিতে পারছেন না। প্রিয় ক্রিকেটারের এমন ঋণের খবরে হতাশ হয়ে পড়েছেন অনেকে।

একটু সম্পূর্ণ অবিশ্বস্ত সূত্র থেকে এমনটাই নিশ্চিত হয়েছে eআরকি।

ওই অবিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, সাকিবের এমন ঋণের কথা শুনে বিজ্ঞাপন নির্মাতা অনেক প্রতিষ্ঠানকে দোষারোপ করছেন তারা। খেলার মাঝে, টুর্নামেন্টের মাঝে বিজ্ঞাপন করেও কীভাবে সাকিবের এতো ঋণ থাকে তার হদিস খুঁজতে বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানের উপর দোষ চাপান তারা।

সাকিবের এমনই এক পাঁড় ভক্ত বলেন, ‘খেলার মাঝে, টুর্নামেন্টের মাঝে এত এত বিজ্ঞাপন করার সুযোগ দিয়েছি সাকিব ভাইকে। কখনও কখনও তো বিজ্ঞাপনের মাঝেও বিজ্ঞাপন করেছেন সাকিব ভাই। তাহলে আজ কীভাবে তার এত টাকা ঋণ থাকে? তাহলে কি যারা বিজ্ঞাপন বানায় সাকিবকে দিয়ে তারা সাকিবকে টাকা দেয় না? ঠকায়? শুনেছি বেটিং এর টাকা নাকি মাইর যায় না, কিন্তু সাকিব ভাই যে বেটিং এর বিজ্ঞাপন করলেন ওই টাকা কই? আজ কেন আমাদের সাকিব ভাই ঋণের দায়ে জর্জরিত?’

সাকিবকে এই ঋণ থেকে মুক্তি দিতে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সাকিবের অন্য এক ভক্ত। এই ভক্ত বলেন, ‘আমরা দেশে ১৬ কোটি মানুষ আছি। সবাই সাকিবের জন্য ২ টাকা করে দিলে ৩২ কোটি টাকা। চলেন, সাকিব ভাইকে আমরা এতসব ঋণের দায় থেকে আজই মুক্ত করে দেই।‘

২৬১ পঠিত ... ১৭:৩৪, ডিসেম্বর ০৪, ২০২৩

Top