জামিন পেতে বিএনপি নেতাদের নৌকায় ভোট করা পরামর্শ

১৪০ পঠিত ... ১৭:৪৮, ডিসেম্বর ০২, ২০২৩

386814033_2138910259775606_6032119921132676964_n

প্রধান বিচারপতি বাসভবনে হামলার মামলায় গত ৩ নভেম্বর গ্রেপ্তার হন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর বিক্রম। গত বুধবার আকস্মিক তিনি জামিন পান। বিএনপির অন্য নেতাকর্মীদের কারো জামনি শুনানি পর্যন্ত হচ্ছে না। শাহজাহান ওমরের জন্য দুপুর দেড়টায় তড়িঘড়ি আদালত বসে। জামিন পাওয়ার তিন ঘণ্টা পর তিনি কারাগার থেকে ছাড়া পান। এরপরের দিন বৃহস্পতিবারই পান নৌকা মার্কার মনোনয়ন।

নিজের এমন অভিজ্ঞতা থেকে বিএনপি নেতাদের নৌকা মার্কায় ভোট করার পরামর্শ দিয়েছেন এই বীর বিক্রম। সম্পূর্ণ ফেক একটি আইডি থেকে এমনটা জানান তিনি। মির্জা ফখরুল, আমির খসরুসহ বিএনপির সকল আটককৃত নেতাকর্মীদের নৌকা মার্কায় নির্বাচন করার পরামর্শ দেন তিনি। প্রয়োজনে আওয়ামীলীগের সাথে বিষয়টি নিয়ে দেনদরবার করবেন বলেও জানান।

শাহজাহান ওমর বলেন, ‘এমনিতে জামিন পাওয়া বেশ কঠিন। দেশের আইন বিভাগের সরকারের কোনো হস্তক্ষেপ নেই তা তো আপনারা জানেনই। ফলে আইন আইনের গতিতে চলে, আদালত আদালতের গতিতে চলে। ফলে জামিন পাওয়াও কঠিন। শুধু নৌকা মার্কায় ভোট করার আশ্বাস দিলে আদালতের গতি একটু বাড়তেছে। ওই গতিতেই আশা করি কাজ হয়ে যাবে। আমি নিজে উপকারভোগী। দরকার হইলে আমি নিজে প্রধানমন্ত্রীকে সুপারিশ করবো।‘

বিএনপির নেতাদের উদ্দেশ্যে শাহজাহান ওমর আরও বলেন, ‘পৃথিবী কোনো পুষ্পসজ্জা নহে। এখানে জীবনটা কঠিনই। মুক্ত থাকার জন্য এখানে নৌকার ছায়াতলে আসতেই হবে। আমি চলে এসেছি। বুদ্ধি খরচ করে আপনাদেরও চলে আসা উচিৎ। বিশ্বাস করেন ভাই, নৌকায় শান্তি আছে। নৌকায় কোনো জেল-জুলুম নাই। আপনারা যদি নৌকা মার্কায় ভোট করবেন বলেন, তাহলে আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আপনাদের জন্য ইঞ্জিনের নৌকার ব্যবস্থা করবো ইঞ্জিনের নৌকায় স্পিড আরও বেশি।‘

১৪০ পঠিত ... ১৭:৪৮, ডিসেম্বর ০২, ২০২৩

Top