ডামি প্রার্থীর মতো ডামি সঙ্গী চায় বাংলার সিঙ্গেল সমাজ

১২২ পঠিত ... ১৭:৫৪, নভেম্বর ৩০, ২০২৩

12

আসন্ন জাতীয় নির্বাচনে একতরফা জয় রোধের জন্য আসছে ডামি প্রার্থী। বিরোধীদলীয় না হলেও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যেই নির্বাচনে নামছেন এই ডামি প্রার্থীরা। নির্বাচনের এই আমেজ পড়েছে বাংলার আপামর সিঙ্গেল সমাজের গায়েও, নিজেদের মরুভূমির মতো সিঙ্গেল জীবনকে রাঙিয়ে তুলতে ডামি প্রার্থীর মতো ডামি সঙ্গীও চায় তারা।

বিষয়টির বিস্তারিত জানতে মোহাম্মদপুরের এক সিঙ্গেল ভাইয়ের কাছে গেলে তিনি আমাদের বলেন, ‘জীবনটা বড় পানসে হয়ে গেছে। ৩৩টা বসন্ত কেটে গেলো কেউ কথা রাখেনি। নির্বাচনে রাতের ভোটার থাকলেও আমাদের রাতগুলোতে সাথে থাকার কেউ নেই। নিজের রুমে থেকেও মাঝেমধ্যে মনে হয় গেস্টরুমে আছি। দাবি জানাই ডামি প্রার্থীদের মতো আমাদের জীবনেও ডামি সঙ্গী হয়েও কেউ আসুক।

তবে ডামি প্রার্থী আর ডামি সঙ্গী তো এক নয়, নির্বাচন একদিনেই শেষ হয়ে যায় আর সঙ্গীকে সাথে থাকতে হয় দিনের পর দিন। এ বিষয়ে শাহবাগ বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেলতত্ত্ব বিভাগের অধ্যাপক আমাদের বলেন, ‘সিঙ্গেলদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ডামি সঙ্গী হতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। বছরের বছর সিঙ্গেল থাকলে মানুষদের মাঝে নিজেকে বিএনপি কর্মী ভাবার প্রবণতা চলে আসতে পারে। তাদের মনে হতে পারে, তাদের জীবনে ভোটের মতো প্রেম-ভালোবাসাও নেই। তাই পরীক্ষামূলকভাবে ডামি সঙ্গীর বিষয়টি চালু করা যেতেই পারে।’

১২২ পঠিত ... ১৭:৫৪, নভেম্বর ৩০, ২০২৩

Top