ছাত্রলীগের কাছে কোচিং করতে চান তামিম, লিটন, নাঈম শেখরা

২৮০ পঠিত ... ১৭:৩৮, নভেম্বর ৩০, ২০২৩

370293603_329904919746248_7064022202487111640_n

আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের বিরুদ্ধে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাড়ালেই তাদের পেটানোর হুমকি দিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা কেউ বিব্রত বোধ করলেও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা, বিশেষ করে ওপেনার সমাজ। সামনের ম্যাচগুলোতে ভালো করতে ছাত্রলীগের কাছে কোচিং করতে চান তারা। ছাত্রলীগের পেটানোর অতিমানবীয় ক্ষমতাকে কাজে লাগাতে পারলে শুধু বিশ্বকাপ কেন, মহাবিশ্বকাপ আয়োজন হলে সেখানেও তাক লাগিয়ে দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

এ ব্যাপারে নিজের ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে নাইম শেখ আমাদের বলেন ‘ছাত্রলীগের ভাইয়েরা আমাদের অনুপ্রেরণা, রাজপথ, গেস্টরুম থেকে শুরু করে নির্বাচনের মাঠেও প্রতিপক্ষকে পিটিয়ে ছাতু বিনিয়ে দেওয়ার দক্ষতায় উনাদের ধারেকাছেও কেউ নেই। আর কয়েকটা দিন আগে উনাদের সম্পর্কে জানতে পারলে এইবারের বিশ্বকাপ আমাদের ঘরেই থাকতো। অন্যদিকে নিজের গোপন ও ভুয়া নাম্বার থেকে তামিম ইকবাল আমাদের বলেন, ‘এইবার খেলা হবে, আসো খেলবো। আমি অলরেডি স্থানীয় এক সহমত ভাইয়ের কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে ভাই হকিস্টিক দিয়ে পেটানো শেখাচ্ছেন আর উনাদের হেলমেটগুলোও একটু অন্যরকম। তবে আশা করছি কিছুদিনের মধ্যেই মানিয়ে নিতে পারবো, আগামী বিশ্বকাপের পর সবাই আমাকে মনে রাখবেই রাখবে, হ্যাশট্যাগ ভুলো না আমায়।’

 

 

 

 

২৮০ পঠিত ... ১৭:৩৮, নভেম্বর ৩০, ২০২৩

Top