কমিটির টিমকে হারানোর উপায় শেখাতে বিএনপির কোচ হয়ে আসছেন প্যাট কামিন্স

৯৯ পঠিত ... ১৭:০১, নভেম্বর ২০, ২০২৩

1 (1)

আইসিসির কমিটির টিম হয়েও গতকালকের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে ভারত। এতে ক্রিকেট বিশ্বে তোলপাড়ের পাশাপাশি দেশীয় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে বিশেষ হইচই। বিশেষ করে বিএনপি বিষয়টি নিয়ে খুবই উচ্ছসিত, এমনকি আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে প্যাট কামিন্সকে নিজেদের কোচ হিসেবে চুক্তিবদ্ধ করে ফেলেছেও তারা বলে জানা যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিতে বিএনপির ভুয়া নেতা মির্জা গালিবের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের বলেন ‘আমরা এতদিন নির্বাচনে জয় নিয়ে অতটাও আশাবাদী ছিলাম না। সরকারের চাপ, সহমত ভাইদের হকিস্টিকের বাড়ি আর রাতের ভোটারদের ভয়ে বলতে গেলে ধরেই নিয়েছিলাম এবারও খেলা হবে না। কিন্তু কামিন্স ভাইয়েরা তো আমার চোখ খুলে দিলো। ভারতের মতো কমিটির টিমকেও যদি হেসে খেলে রাতের বেলাতেই হারানো যায়, তবে আমরা কেন পারবো না। বিশ্বকাপ জয়ের পরপরই আমরা কামিন্স ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের আগ্রহের কথা খুলে বলতেই তিনি আমাদের কোচিং করাতে রাজি হয়ে যান। কিছুদিনের মধ্যেই আশা করছি দেশে চলে আসবেন তিনি।’

অন্যদিকে কামিন্সের ভুয়া ইমো অ্যাকাউন্টে এই ব্যাপারে জানতে নক করা হলে তিনিও বলেন ‘সহমত ভাই, আমি আসছি, এবার খেলা হবে। ভারতের সাথে তাদের মাটিতেই খেলে দিয়েছি, আশা করছি আপনাদের মাটিতেও খেলে দিবো। শুনেছি আপনাদের ওখানে হেলমেটবাহিনী হকিস্টিক নিয়ে বেশ ভালোই পারফর্ম করছে, আমরাও হেলমেট পড়ে খেলবো তবে আমাদের হকিস্টিকের বদলে হাতে ব্যাট থাকবে।’

৯৯ পঠিত ... ১৭:০১, নভেম্বর ২০, ২০২৩

Top