প্রত্যেক জেলায় জেলায় হেইলিবারি স্কুল চায় সাধারণ মানুষ

২৭৫ পঠিত ... ১৬:৪৯, নভেম্বর ১৯, ২০২৩

2

১৮৬২ সালে যুক্তরাজ্যের লন্ডনে স্থাপিত হয় বিখ্যাত হেইলিবারি স্কুল। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ভালুকায় স্থাপিত হয়েছে হেইলিবারি ভালুকা। সেখানে পড়তে বছরে লাগবে প্রায় ৩৭ লাখ টাকা। প্রায় ১০০০ শিক্ষার্থীর আবাসানের জন্য ব্যবস্থা আছে এখানে। তবে এই স্কুল শুধু মাত্র ময়মনসিংহে স্থাপিত হওয়ায় ভীষণ রুষ্ট ধনকুবের শিক্ষার্থীদের পরিবার। তারা এক সংবাদ সম্মেলন ডেকে খুব শীঘ্রই দেশের প্রত্যেকটি জেলায় হেইলিবারি স্থাপন করার আল্টিমেটাম দিয়েছেন।

এক তথ্যসূত্র হতে জানা যায়, হেইলিবারিতে পড়তে চাওয়া বেশিরভাগই বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং আমলাদের সন্তানাদি। তবে এর ব্যতিক্রম হিসেবে ড্রাইভার মালেকের বংশধরেরাও আছেন। শুধু ময়মনসিংহে স্কুলটির স্থাপন সম্পর্কে এক কাস্টমস অফিসার বলেন, ‘ময়মনসিংহের মতো গ্রামে আছে, আর ঢাকা শহরে নাই। আমরা কি মানুষ না? আমাদের সন্তানদের কি হেইলবারি তে পড়ার যোগ্যতা নাই? আমার মেয়েকে পড়ালেখা করালে হেইলিবারিতেই করাবো, নাহয় পড়ালেখা করাবো না। আর এতদিন ধরে কাস্টমসে কি শুধু শুধু চাকরি করি?’

এ প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারেননি।

এদিকে হেইলিবারি যারা অ্যাফোর্ড করতে পারছেন না তাদেরও কষ্টের শেষ নেই। সামিয়া রহমান (২৭) নামের এক পুলিশ অফিসারের স্ত্রী বলেন, ‘ওই স্কুলে পড়াতে পারলে ভালো লাগতো। কিন্তু আমাদের আসলে এতো টাকা পয়সা নাই। আমরা গরীব মানুষ। সানিডেলই আমাদের ভরসা…’

২৭৫ পঠিত ... ১৬:৪৯, নভেম্বর ১৯, ২০২৩

Top