লিপস্টিক উৎপাদনে বিশ্বের শীর্ষস্থান দখল করলো রংপুর

১২৭ পঠিত ... ১৭:৪৪, নভেম্বর ০৯, ২০২৩

লিপস্টিক-উৎপাদনে

সম্প্রতি লিপস্টিক উৎপাদনে বিশ্বে শীর্ষস্থান অর্জন করেছে উত্তরবঙ্গের জেলা রংপুর। জানা যায় গত কয়েক বছর ধরেই লিপস্টিকের প্রচুর চাহিদা থাকায় রংপুরে গড়ে উঠেছে প্রচুর পরিমাণে লিপস্টিকের ফ্যাক্টরি। যার ফলশ্রুতিতে লিপস্টিক উৎপাদনে ইউরোপ আমেরিকাকেও ছাড়িয়ে গিয়েছে রংপুর। ঘটনাটি প্রথমে সন্দেহজনক মনে হলেও বানিজ্যমন্ত্রী টিপু মুন্সির এক বক্তব্যের পর এটির সত্যতা নিশ্চিত হই আমরা, তিনি তার বক্তব্যে বলেন তার নির্বাচনী এলাকা রংপুরে কোনো কষ্ট নেই, সেখানে প্রচুর আলু উৎপাদন হয়, সেখানকার নারীরা দিনে তিনবার করে লিপস্টিক লাগান এবং চারবার করে স্যান্ডেল পাল্টান।

এই বক্তব্যের মাধ্যমে লিপস্টিকের চাহিদা এবং উৎপাদন বৃদ্ধি সম্পর্কে একটি গভীর ধারণা পাওয়া গেলেও আলু কিংবা স্যান্ডেলের সাথে লিপস্টিকের কোনো যোগসূত্রতা খুঁজে পাওয়া যায়নি। eআরকি বিশেষ-অজ্ঞ একটি দল এই রহস্য অনুসন্ধানে যদিও কাজ করছে আশা করছি। কিছুদিনের মধ্যেই আমরা লিপস্টিকের সাথে বক্তব্যের বাকি বস্তুগুলোর যোগসূত্র খুঁজে পাবো।

অন্যদিকে রংপুরের একদিনে এতবার লিপস্টিক দেওয়ার ঘটনা জানার পর হিংসায় জ্বলেপুড়ে যাচ্ছে বিশ্বের অন্যন্য অঞ্চলের নারীরা। এমনই ইউরোপবাসী এক লিপস্টিক লাভার আপু আমাদের বলেন, ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না। উন্নয়ন শুধু রংপুরেই কেন হবে? আমাদের এখানেও উন্নয়ন চাই, আমরা কী মানুষ না, আমাদের দিনে একবারের বেশি লিপস্টিক দেওয়ার শখ আহ্লাদ নাই।’

১২৭ পঠিত ... ১৭:৪৪, নভেম্বর ০৯, ২০২৩

Top