ফ্রি মিক্সিং এ আড্ডা দিয়েছি, তবু আমি লজ্জা পাই: লজ্জাবতী গাছ

৪৯৯ পঠিত ... ১৭:৫৯, সেপ্টেম্বর ১৯, ২০২৩

Lojjaboti

দীর্ঘদিন ফ্রি মিক্সিং এ থেকেও লজ্জা পায় লজ্জাবতী গাছ। গতকাল এমনই তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে বসবাস করা এক লজ্জাবতী গাছ। জানা যায়, এই লজ্জাবতী গাছ দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জারুল, কৃষ্ণচূড়া, নিম, কড়ইসহ অনেক গাছের সাথে একসাথে ফ্রি মিক্সিং করেছে। তবুও এখনও কেউ ছুঁয়ে দিলে লজ্জায় চুপসে যায় সে।

একান্ত এক কাল্পনিক সাক্ষাতকারে ক্রিকেটার তানজীম সাকিবের কাছে তিনি এর কারণও জানতে চেয়েছে। কাঁদতে কাঁদতে সাকিবের উদ্দেশ্যে এই গাছ বলে, ‘বলতে পারেন, সাকিব ভাই? কেন আমার সাথে এমন হলো? আমি তো ফ্রি মিক্সিং করেছি, তবে কেন আমি এখনও লজ্জা পাই?’

লজ্জা ভাঙাতে যারা ফ্রি মিক্সিং-এ আসতে চান তাদের উদ্দেশ্যে এই লজ্জাবতী গাছ বলে, ‘এমন ভূয়া আশ্বাস বিশ্বাস করবেন না। আমি করে ঠকেছি। দিনের পর দিন ফ্রি মিক্সিং করছি কিন্তু এখনও আমার পুরো শরীরভরা লজ্জা।’

এদিকে লজ্জাবতী গাছের সন্তানেরা লজ্জাবতী গাছকে নিয়ে গর্ব করে বলে, ‘আমরা ভাগ্যবান। আমাদের মা ভার্সিটির ফ্রি মিক্সিং এ আড্ডা দিয়েও এখনও লজ্জাশীলা মা’ই আছেন।’

৪৯৯ পঠিত ... ১৭:৫৯, সেপ্টেম্বর ১৯, ২০২৩

Top