বিশ্ব বাঁশ দিবসে সারাজীবন ধরে দেয়া বাঁশের দাম চাচ্ছে বেস্টফ্রেন্ড মালিহা

১১২ পঠিত ... ১৭:৩৩, সেপ্টেম্বর ১৮, ২০২৩

বিশ্ব-বাঁশ-দিবসে

আজকে বিশ্ব বাঁশ দিবস। নানান দেশে, নানান শহরে দিবসটি পালিত হচ্ছে নানানভাবে। বাংলাদেশেও পালন করছেন হাজার হাজার মানুষ। এই হাজারদের ভীড়ে আছেন মৌলভীবাজারের মালিহাও। সারাজীবন ধরে দিয়ে আসা শত শত বাঁশের দাম চাচ্ছেন তিনি বন্ধুদের কাছে। তবে এই বন্ধুত্ব বাছাইয়েও আছে একটু ভিন্নতা, শুধুমাত্র তাদের কাছেই এমন আবেদন নিয়ে যাচ্ছেন তিনি যারা তাকে বেস্টফ্রেন্ড মনে করেন।

এ বিষয়ে মালিহা এক মিথ্যা সাক্ষাৎকারে আমাদের বললেন, ‘আমি আমার সর্বোচ্চ দিয়া তারারে বাঁশ দিয়া আইছি আজীবন! আন্টির সামনে, গফ/বফ ওর সামনে, স্যার/ম্যাডাম ওর সামনে খেউর সামনা বাদ রাখছি না, যখন যেনো যেবলা ফারছি আমি বাঁশ দিছি। এতদিন ধইরা আমি তারারে ফ্রিতে ওত বাঁশ দিয়া আইছি এখন তারা যদি ই বাঁশ ওর টেখা আমারে না দেয় তে কিলা! এরমাঝে আইজ বিশ্ব বাঁশ দিবস। আইজকুর দিনও তো ইগুন পাওয়া আমার প্রাপ্য! দেওয়াই লাগব!’

মালিহার এমন উদ্যোগের খবর ছড়িয়ে পড়েছে দেশে এমনকি বিদেশেও। এবার নানান জায়গা থেকেই বাঁশের দাম চাচ্ছেন নানান জন।

এক গোপন সূত্র জানিয়েছে, এমনকি ছাত্রদলের কাছেও বাঁশের দাম চেয়েছে ছাত্রলীগ।

১১২ পঠিত ... ১৭:৩৩, সেপ্টেম্বর ১৮, ২০২৩

Top