ঢাকার বায়ুদূষণ কমাতে তানসেনকে নিয়োগ দিচ্ছে সিটি কর্পোরেশন

৯৮ পঠিত ... ১৭:৩৩, সেপ্টেম্বর ১৭, ২০২৩

Tansen

এডিস মশার পর বায়ুদূষণ নিয়েও বিপাকে আছে ঢাকার মেয়ররা। প্রতিদিনই কোনো না কোনোভাবে বায়ুদূষণের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে অবস্থান করছে শহরটি। কখনও কখনও চলে আসছে সেরা তিনেও। বায়ুদূষণ কমিয়ে ঢাকাকে আরও বসবাসযোগ্য করার জন্য নানান কর্মসূচি হাতে নিয়ে দুই সিটি কর্পোরেশন। জানা গেছে, এই কর্মসূচির আওতায় বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য তানসেনকে নিয়োগ দেবে তারা।

ঢাকার বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে গান গেয়ে বৃষ্টি নামাবেন তানসেন। আর তাতেই নিয়ন্ত্রণ হবে বায়ুদূষণ।

ঢাকার জলবায়ু নিয়ে দীর্ঘসময় ধরে করা এক গবেষণা থেকে এমন সমাধান নিয়ে এসেছেন ঢাকার মেয়ররা। বিষয়টি নিয়ে জানাতে গিয়ে ঢাকার এক মেয়র নিজের একটি ফেক আইডি থেকে বলেন, ‘আমরা লক্ষ করে দেখেছি বৃষ্টি হলে ঢাকায় বায়ুদূষণ কিছুটা কমে। কিন্তু সমস্যা হলো, বৃষ্টি তো সবসময় চাইলেই আমরা নামিয়ে ফেলতে পারি না। তবে তানসেন পারেন। সেজন্য আমরা ওনাকে হায়ার করেছি। আশা করছি দ্রুতই আমরা বায়ুদূষণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো।’

তানসেনকে একটু কম রাগ ও তালের গান গাওয়ার জন্যও নাকি অনুরোধ করেছে মেয়ররা। ঢাকার অন্য এক মেয়র নিজের ফেক আইডি থেকে বলেন, ‘বৃষ্টি বেশি হইলেও আবার ঝামেলা। পরে দেখা যাবে বায়ুদূষণ কমাতে গিয়ে পানি দূষণের ঝামেলায় পরে গেছি। শহর গেছে ডুবে। এটা নিয়েই আমাদের ব্যাকপ্ল্যান রেডি করা আছে। তানসেনকে আমরা বলেছি, উনি যেনো কম রাগের গান ধরেন, বৃষ্টি যেনো থেমে থেমে হয়। ঢাকায় যেনো পানি না জমে।’

তানসেনকে দিয়ে কাজ না হলে মাহফুজুর রহমান ও হিরো আলমকে দিয়েও একটা চেষ্টা দেবেন বলে নিশ্চিত করেছ দুই সিটি কর্পোরেশন।

৯৮ পঠিত ... ১৭:৩৩, সেপ্টেম্বর ১৭, ২০২৩

Top