প্রধানমন্ত্রীর সাথে জো বাইডেনের সেলফি, এডিস নিয়ে আর চিন্তা নেই: ফজলে নূর তাপস

২৯০ পঠিত ... ১৭:১০, সেপ্টেম্বর ১৬, ২০২৩

প্রধানমন্ত্রীর-সাথে

প্রধানমন্ত্রীর সাথে জো বাইডেনের সেলফির তাৎপর্য ও আন্তর্জাতিক গুরুত্ব নিয়ে বিষদ এক বক্তব্য রেখেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘জি ২০ সম্মেলনে এতো নেতা গেল, কারও সাথে জো বাইডেন সেলফি তোলেননি। ১ নম্বর দেশের এক নম্বর ১ নম্বর রাষ্ট্রপতি ২৬ নম্বর দেশের ১ নম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে নিজের হাতে নিজের মোবাইলে নিজে সেলফি তুলেছেন। এই বিরল সম্মান, এই বিরল সম্মাননা, অধিকার, এই বিরল সম্মাননা বাংলাদেশের জন্য অর্জন করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এর কোনো বিকল্প নাই।’

এডিস মশা, শহরের ডেঙ্গু নিয়ে এই বক্তব্যে কিছু বলছেন কি না তা জানা না গেলেও নিজের একটি ফেক আইডি থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমাদের সাথে কথা বলেন ফজলে নূর তাপস। দেশের মানুষকে নিশ্চিন্তে থাকার আহবান জানিয়ে মেয়র বলেন, ‘জো বাইডেন যেহেতু প্রধানমন্ত্রীর সাথে সেলফি তুলেছেন ডেঙ্গু নিয়ে তাহলে আর চিন্তার কিছু নেই। এডিস মশা এমনিতে ঢাকা ছাড়া হয়ে যাবে। দেশের কোথাও এডিস পাওয়া যাবে না আর।’

এডিস রোধে প্রধানমন্ত্রীর সাথে জো বাইডেনের সেলফি নিয়ে বেশ কিছু কার্যক্রমও হাতে নিয়েছেন এই মেয়র। এই ভূয়া সূত্র থেকে জানা গেছে, শহরকে এডিস মুক্ত করতে এডিসের প্রজনন ক্ষেত্রের আশেপাশে এই সেলফি টাঙিয়ে দেবেন মেয়র। তিনি আশা করছেন, এতে শহর অল্প কিছুদিনের মধ্যেই এডিস মুক্ত হবে।  

এডিস মশাকে ধ্বংসের পাশাপাশি শহকে বায়ূ দূষণমুক্ত করতে জো বাইডেনের এই সেলফিকে কাজে লাগাবেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি দেশের অন্য সকল সমস্যা সমাধানে কীভাবে এই সেলফিকে কাজে লাগানো যায় সে বিষয়েও বিশদ গবেষণা করছেন তারা।

২৯০ পঠিত ... ১৭:১০, সেপ্টেম্বর ১৬, ২০২৩

Top