ভোটাধিকার চায় দেড় লাখ এডিস মশা

৭১ পঠিত ... ১৭:৫১, সেপ্টেম্বর ১৩, ২০২৩

Votadhikar

আমাদের শহর এখন আমাদের নেই। এ শহর মশাদের, এ শহর ডেঙ্গুদের, এ শহর এডিসের। নিজেদের শহরে এবার নিজেদের সঠিক জায়গা করে নিতে এডিস মশা নিয়ে এসেছে তাদের দাবি। এটা শুধু তাদের দাবি না, এটা সময়েরও দাবি। এই শহরে কামড়ানোর পাশাপাশি এবার তারা ভোট দিতেও ইচ্ছুক। তারা চান, তাদের সঠিক ভোটাধিকার ব্যবস্থা!

এ বিষয়ে এডিস মশার সাধারণ সম্পাদক আমাদের জানালেন, ‘আমরা অনেকদিন ধরেই এ শহরে আছি। শুধু থাকছিই না, আমরা আমাদের দায়িত্বের জায়গায়ও একদম কঠোর। খুব সহজে, অল্প সময়ে আমরা দেড় লাখ মানুষকে আমাদের আওতায় নিয়ে এসেছি। আমরা এখন আর এই শহরের অতিথি না, আমরা এই শহরেরই বাসিন্দা। আমরা থেকে যাব যুগ যুগ ধরে। তাই এই অধিকার আমাদের প্রাপ্য। আমরাও চাই আমাদের দেশের উন্নয়নের অংশীদার হতে।‘

তাদেরই সহ-সভাপতি আমাদের বললেন, ‘আমরা তো বেশি কিছু চাইনি। একটু ভোটাধিকারই চেয়েছি। দেশের কম্ফোর্ট জোনের কথা বিবেচনা করে, আমরা রাতে ভোট দিতেও রাজি আছি। এমনকি রাতে দিতেই আমরা বেশি খুশি হব। কোনো ঝামেলা নেই, কিছু নেই, যাও ভোট দাও, চলে আসো। দেশের ছাত্রলীগ এখনও একসাথে দেড় লাখ মানুষকে কিছুই করতে পারেনি, সেখানে আমরা এই অসাধ্য সাধন করে দেখিয়েছি। আমরা এটা ডিজার্ভ করি, আমাদের এটা দিতেই হবে।‘

৭১ পঠিত ... ১৭:৫১, সেপ্টেম্বর ১৩, ২০২৩

Top