হারুনদের চিনে নিন

১৫০২ পঠিত ... ১৮:১৫, সেপ্টেম্বর ১২, ২০২৩

হারুনদের-চিনে-নিন

আমাদের দেশের অলিতে-গলিতে পড়ে আছেন শত শত হারুন। আমরা তাদের চিনি, আবার চিনি না। তাদের দেখে, ‘তোমায় আমি চিনি না, আমার বোধহয় চিনি’ গান গাওয়ার দিন আজই শেষ। এখনই চিনে নিন আমাদের দেশের হারুনদের।

 

১#

হারুন কিসিঞ্জার

হারুন কিসিঞ্জার একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা । তিন দশক ধরে এখনও সমানতালে কাজ করছেন তিনি। ১৯৯১ সালে প্রকাশ হয় তার প্রথম কৌতুক অ্যালবাম, ‘হারুন কিসিঞ্জারের কৌতুক।‘

resize-350x230x0x0-image-132263-1622025873

২#

হারুন অর রশিদ

হারুন অর রশিদ হলেন একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান। তিনি এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

image-572121-1657706706

৩#

ওসি হারুন

তার নাম ওসি হারুনের পাশাপাশি মোশাররফ করিমও। তিনি ‘মহানগর ২’এর ওসি হারুন চরিত্রে অভিনয় করে, এই নামে জনপ্রিয়তা লাভ করেছেন।

download

৪#

আশুলিয়ার হারুন

তিনি আমাদের সনামধন্য গায়িকা মমতাজের বন্ধু, পান দোকানদার আশুলিয়ার হারুন। তার ভাব একদম নায়কদের মতো এবং তার গড়ন খুবই হালকা পাতলা।

378023863_139239419261288_1166501223944775726_n

৫#

এডিসি হারুন

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের এডিসি হিসেবে কর্মরত ছিলেন এই হারুন। সম্প্রতি ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে মারধর করার অভিযোগে প্রথমে প্রত্যাহার হন তিনি, এরপর করা হয় বহিষ্কার। জানা গেছে, পুলিশের চাকরির পাশাপাশি অবসরে ডেন্টাল প্র্যাক্টিস করতেন তিনি।

download (1)

১৫০২ পঠিত ... ১৮:১৫, সেপ্টেম্বর ১২, ২০২৩

Top