জমজ সন্তানের নাম আপস ও তাতিকুল রাখলেন নাখালপড়ার মশা দম্পতি

২৪১ পঠিত ... ১৭:১৯, সেপ্টেম্বর ০৪, ২০২৩

জমজ-সন্তানের (1)

পূর্ব নাখালপাড়ায় রাত্রি ফ্যাশন নামের একটি বুটিক হাউজের পেছনের বাগানেই থাকেন সদ্য বিবাহিত এক এডিস মশা দম্পতি। সিসি টিভি ফুটেজ থেকে দেখা যায়, ডিম পাড়ার কিছুদিনের মধ্যেই সেখান থেকে পিউপা, লার্ভা হয়ে জন্ম নিলো টুইন বেবি মশা। এই এডিস মশা দম্পতি জাতে এডিস এজেপ্টি হলেও নিজেদেরকে অন্য স্থানে নিয়ে গেছেন সন্তানের নামকরণের মাধ্যমে। জানা যায়, জমজ দুই ছেলের নাম রেখেছেন আপস ও তাতিকুল।

মশার মতো নাম না রেখে কেনো মানুষের মতো নাম রাখতে গেলেন তারা? মশাদের কি নিজস্ব কোনো নামের ব্যবস্থা নেই?-- এমন কৌতুহলী প্রশ্নের উত্তরে স্ত্রী মশা জানান এক আবেগঘন গল্প যা শুনে চোখে পানি চলে আসতে বাধ্য। তিনি বলেন, ‘ওদের জন্মের সময় এই মানুষগুলো না থাকলে আজ ওদের পৃথিবীর আলো দেখাই হতো না! প্রেগন্যান্সির প্রত্যেকটা দিন কেটেছে ভয়ে ভয়ে। এমন কোনো রাত নেই যেদিন আতঙ্ক ছাড়া শান্তিতে ঘুমাতে গেছি। প্রতিদিন ঘুম থেকে উঠে কত মশার মৃত্যুর খবর শুনেছি! আমার শ্বাশুড়িসহ বহু আত্মীয়-স্বজন সমূলে নিধন হয়েছে। ফগিং মেশিন, কীটনাশক, কয়েল, এমনকি আমার নানাবাড়ি যে ফুলের টবে ছিলো তাও পুড়িয়ে ফেলা হয়েছে...’ এতটুকু বলেই মশার শরীর জুড়ে নেমে আসে চোখের পানি।

মা মশাটি আরও বলেন, ‘আপস, তাতিকুল কে বা কারা সে সম্পর্কে বিস্তারিত বলবো না। শুধু বলতে চাই তাদেরকে আজীবন মনে রাখার জন্য সম্মাননা দিতেই তাদের নামে নাম মিলিয়ে সন্তানের নাম রেখেছি। সন্তানদের কাছে তাদের গডফাদার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছি। আহারে, এরকম অভিভাবক থাকলে আমার আত্মীয় স্বজনরাও নিশ্চয়ই বেঁচে থাকতো...’ এতটুকু বলে তিনি কাঁদতে কাঁদতে কামড় বসিয়ে দেন প্রতিবেদকের হাতে।

২৪১ পঠিত ... ১৭:১৯, সেপ্টেম্বর ০৪, ২০২৩

Top