এশিয়া কাপ থেকে আইসিসি যেন বাদ না পড়ে; নেপালের প্রতি কঠোর হুঁশিয়ারি

৯৪ পঠিত ... ১৪:৫৯, সেপ্টেম্বর ০৪, ২০২৩

Hushiari

আজ এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। হাইভোল্টেজ এই ম্যাচে নেপালের কাছে হেরে গেলেই এশিয়া কাপ থেকে বাদ পড়ে যাবে আইসিসি। এমনটাই ধারণা সারাবিশ্বের আপামর ক্রিকেটপ্রেমীদের।

এমন দূর্যোগের আভাস পেয়ে ইতোমধ্যে বিশ্বের নানান প্রান্ত থেকে নেপালের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে অনেকে। আইসিসির ভারত শাখা থেকে দেয়া এক হুঁশিয়ারি বার্তায় বলা হয়েছে, ‘এশিয়া থেকে আইসিসি যেনো কোনোভাবেই বাদ না পড়ে। ওরা যদি বাদ পড়ে যায় তাহলে নেপালকে কীভাবে করতে হয় সেটা আমরা দেখছি।’

এশিয়া কাপ থেকে ভারতের হারে আইসিসির বাদ পড়ে যাওয়া বিশ্বকাপকে হুমকির মুখে ফেলবে বলেও জানিয়েছেন এক আইসিসি-ভারত সম্পর্ক বিশেষজ্ঞ। তিনি বলেন, ‘এশিয়া কাপে যদি আইসিসি বাদ পড়ে যায় তাহলে বিশ্বকাপ কারা আয়োজন করবে? ক্রিকেটের উন্নয়নের জন্য এটা তো বিরাট লস। সেজন্য আজকে ভারতকে জিততেই হবে। ভারতের তো কোন বিকল্প নাই ভাই।’

৯৪ পঠিত ... ১৪:৫৯, সেপ্টেম্বর ০৪, ২০২৩

Top