অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা eআরকির, দলে ফিরছেন পাইলট-বাশার-রফিকরা

২২৪ পঠিত ... ১৭:৩৫, আগস্ট ১৩, ২০২৩

অভিজ্ঞতাকে-প্রাধান্য

এশিয়া কাপের দল ঘোষণার পর চারদিকে শুরু হয়েছে নানান সমালোচনা। অভিজ্ঞতা প্রাধান্য না দিয়ে সাইল্যান্ট কিলার মাহমুদুল্লাহকে বাদ দেয়ার মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রী, শ্যালিকার পাশাপাশি ক্ষেপেছেন মাহমুদুল্লাহ ভক্তরাও। ভক্ত, মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রী ও শ্যালিকার দাবির প্রেক্ষিতে অভিজ্ঞতার ভিত্তিতে এশিয়া কাপ দল ঘোষণা করেছে eআরকি।

বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতার আলোকে করা এই দলে সাকিব, মুশফিক, রিয়াদ, তামিমের পাশাপাশি জায়গা পেয়েছেন মাশরাফি, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার ও মোহাম্মদ রফিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও। আছেন এক একসময়ের সাড়া জাগানো মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, আবদুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলটও।

লিটন, তৌহিদ হৃদয়, শান্ত, তাসকিন আহমেদ বাদ পড়লেও দলে জায়গা হয়েছে মোস্তাফিজুর রহমানের।

eআরকির এই নতুন দল ঘোষণার পরপরই আমাদের লাইন কাটা ল্যান্ড লাইনে ফোন করে ভালো লাগার কথা জানিয়েছেন মিষ্টি ও মন্ডি নামের ক্রিকেট ফ্যান দুই বোন। এই দল বিশ্বকাপ জিততে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

২২৪ পঠিত ... ১৭:৩৫, আগস্ট ১৩, ২০২৩

Top