বিশ্ব মোড়লদের জন্য টাফনিল পাঠানোর অনুরোধ

১৫৬ পঠিত ... ১৭:৩৩, আগস্ট ১৩, ২০২৩

বিশ্ব-মোড়লদের

এ বছর বিশ্বের প্রায় ৩৩টি দেশে নির্বাচন কিন্তু বিশ্ব মোড়লদের চিন্তা এবং মাথাব্যথা কেবল বাংলাদেশের নির্বাচন নিয়েই। তাই বিশ্বের বাঘা বাঘা এসব মোড়লদের মাথাব্যথা দূর করতে তাদের কাছে টাফনিল পাঠাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। শুধু টাফনিলই নয়, সম্ভব হলে নাপা এক্সট্রাও এক পাতা করে পাঠানোর দাবি জানানো হয়েছে।

নেতার সাথের ছবি ফ্রন্ট পেজে ‘পিও অভিভাবক’ শিরোনামে ছাপানো হবে, এই লোভে এক পাড়ার পাতি নেতা আমাদের  বলে্‌ ‘মাথা থাকলে ব্যথা থাকবেই মানলাম। কিন্তু সবসময় আমাদের নিয়ে এত মাথাব্যথা কেন? এদেশে সবসময় রাতের বেলা সুষ্ঠু নির্বাচন হয়ে আসছে এবং সামনেও হবে। এগুলো নিয়ে মোড়লদের মাথা না ঘামালেও চলবে। তারপরেও যদি এসব নিয়ে চিন্তা করে, তাদের মাথাব্যথা তারা নিজেরাই বাড়ায়, তাহলে টাফনিল খেয়ে ঘুমিয়ে থাকুক।’

এ ব্যাপারে রাতের এক ভোটারও আমাদের বলেন, ‘আমরা তো আছিই, তারপরেও সুষ্ঠু ভোট নিয়ে এত চিন্তা কীসের? আর আমার মনে হয় এইসব মোড়লদেরও আমাদেরকে ফলো করা উচিৎ। ভোট রাতের বেলায় হলে একটা দিন ভোটের জন্য মানুষের কাজ-কর্ম ফেলে বাসায় বসে থাকতে হয় না। অর্থনৈতিক ব্যাপারটাও যদি না ভাবেন তাহলে তো তারা বিশ্বমোড়ল কেন… পাড়ার মোড়ল হওয়ারও যোগ্যতা রাখেন না।’

১৫৬ পঠিত ... ১৭:৩৩, আগস্ট ১৩, ২০২৩

Top