বাজারে আসলো মিষ্টি করলা, খাওয়া যাবে কাঁচাও

২১৯ পঠিত ... ১৬:৫৬, মে ২৩, ২০২৩

Misti-corolla

করলা দেখলেই কি আপনার ছোটবেলায় দুপুরে খেতে বসে মায়ের চরম মাইর আর আপনার হেড়ে গলায় চিৎকারের কথা মনে পড়ে যায়? মনে পড়ে যায় কীভাবে ভিটামিন সি-এর দোহাই দিয়ে ভাতের সঙ্গে মেখে জোর করে মুখে পুড়ে দিতো মা তিতা বিচ্ছিরি সেই করলা? করলা দেখলেই যদি আপনার এমন পিটিএসডি হতে শুরু করে, তবে আপনার জন্যেই বাজারে আসছে মিষ্টি করলা, যা খাওয়া যাবে কাঁচাও!

'তিতা করলার দিন শেষ, মিষ্টি করলায় জমবে বেশ!' স্লোগানে নতুন ধরনের করলা বাজারে আনছেন উদ্যোক্তা ফাহিম হাসান। এনএসইউ থেকে পাশ করা সেই নতুন উদ্যোক্তাকে তার অভিনব ব্যবসার পেছনের মোটিভেশন সম্পর্কে জিজ্ঞেস করতেই তিনি বলেন, 'ছোটবেলায় করলা না খাওয়ার বায়না করে হেড়ে গলায় অনেক কেঁদেছি। কাঁদতে কাঁদতে সেই ৬ বছর বয়সেই ঠিক করেছি, এই জীবনে তিতা করলার লস যদি না দেখেছি, তাহলে আমার বিবিএর সার্টিফিকেট ছিড়ে পানিতে ভাসায় দিবো।'

এদিকে ফাহিম হাসানের মায়ের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে জানা যায়, তিনি ছেলের এমন কাজে খুবই প্রাউড! গর্ববোধ প্রকাশ করতে ছেলের জন্য রান্না করে রেখেছেন এক কেজি করলা। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত সেটা কী তিতা করলা নাকি মিষ্টি করলা তা এখনও জানা যায়নি। তবে তার মায়ের চোখ রাঙানো থেকে এ বিষয়ে কিছুটা ধারণা eআরকি প্রতিবেদকরা করতে পেরেছে।

২১৯ পঠিত ... ১৬:৫৬, মে ২৩, ২০২৩

Top