স্টুডেন্টদের সকাল ৮টার ক্লাসে তুলে নিয়ে যেতে ডাক পড়লো সিসিআইডির

২৬৭ পঠিত ... ১৫:৪৫, মার্চ ৩০, ২০২৩

CID-Student

সকালে ঘুম থেকে উঠতে পারে না দেখে অনেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীই সকাল ৮টার ক্লাস মিস করে। ফলে সিজিপিএ নিয়ে তারা থাকে নানান টেনশনে। এই  প্রতিষ্ঠান শিক্ষার্থীদের উপকারে আসছে। সকাল ৮টার ক্লাস ধরিয়ে দিতে সকাল ৭টায় তারা আসবে। শিক্ষার্থীদের তুলে নেবে। এরপর ক্যাম্পাসে ফেলে আসবে। 

 

এমন উদ্যোগ সম্পর্কে সকাল ৮টায় ঘুম থেকে উঠতে না পারা এক শিক্ষার্থীকে প্রশ্ন করলে সে জানালো, ‘খুবই ভালো হয়েছে ভাই। আমি তো ভার্সিটিতে ভর্তি হইছি পর থেকেই একটা ক্লাসও করতে পারতেছি না। আমার কোনোভাবেই সকাল ৮টায় ঘুম ভাঙে না! এবার সিসিআইডি এই দায়িত্ব নিছে আমার কোনো চিন্তাই নেই।‘

 

এক গোপন প্রতিবেদকের মাধ্যমে জানা যায় এমন সিদ্ধান্তে বাংলার ঘরে ঘরে প্রতিটা শিক্ষার্থী এবং বাবা-মাও খুশি হয়েছেন। এমনই এক মা আমাদের জানালেন, ‘আমি তো ওরে সকাল ৬টা থেকে ডাকা শুরু করি। তাও উঠে ভার্সিটি যেতেই পারে না। এখন আমার চিন্তার দিনও শেষ হলো। না উঠলে কীভাবে উঠাতে হয় সেটা সিসিআইডি ভালো করেই জানে!’  

 

২৬৭ পঠিত ... ১৫:৪৫, মার্চ ৩০, ২০২৩

Top