আসন্ন বৃষ্টিকে সামনে রেখে স্কুবা ডাইভিংয়ের কোর্স চালু হতে যাচ্ছে মিরপুরে

১৪৮ পঠিত ... ১৬:১৫, মার্চ ১৯, ২০২৩

আসন্ন-বৃষ্টিকে-সামনে-রেখে-স্কুবা-ডাইভিংয়ের-কোর্স-চালু-হতে-যাচ্ছে-মিরপুরে

গত দু-তিনদিন ধরে শুরু হয়েছে বৃষ্টির উৎপাত। আর বৃষ্টির ছিটেফোঁটা পাওয়ার পর থেকেই আসন্ন বৃষ্টিকে সামনে রেখে নিজেদের এলাকার বাসিন্দাদের রক্ষার জন্য মিরপুরে শুরু হতে যাচ্ছে স্কুবা ডাইভিংয়ের কোর্স। জানা যায়, স্থানীয় উদ্যোগে এলাকাবাসীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সটি করানো হবে। তবে মিরপুরের বাইরের কেউ যদি কোর্সটি চান তবে স্বল্পমূল্যে এই কোর্সটি করতে পারবেন।

আমাদের প্রতিবেদকের সাথে মিরপুরে রাস্তার পাশে জমে থাকা পানিতে স্কুবা ডাইভিং করতে করতে কোর্সের ইন্সট্রাক্টর আমাদের বলেন ‘ইউনাইটেড স্টেটস অফ মিরপুরে বৃষ্টির দিনে টিকে থাকাটা বিরাট এক লড়াই। আর আমরা চাই না বৃষ্টির দিনে কোনো মিরপুরবাসী জীবনযুদ্ধে পিছিয়ে যাক। এমনিতেই আমাদের নিয়ে মানুষজন সুযোগ পেলেই ট্রল করলে আর সে সুযোগ দেওয়া হবে না। আমাদের কোর্সে আমরা স্কুবা ডাইভিংয়ের পাশাপাশি সাঁতার না জানা মানুষদের সাঁতার শেখাবো। এছাড়া আন্ডারওয়াটার নেভিগেশন নিয়েও বিশেষ ক্লাশ থাকবে। আশা করি কোর্সটি করার পর মিরপুরের ঢেউকে সামলে যে কেউ আরামসে কাজে যেতে পারবে।’

মিরপুরের এমন উদ্যোগ দেখে পিছিয়ে নেই বসুন্ধরা আবাসিক এলাকাও। নিজেদের এলাকায় জমে থাকা পানিতে স্কুবা ডাইভিংয়ের পাশাপাশি মাছ চাষ করার প্রশিক্ষণও চালু করতে যাচ্ছেন তারা।

১৪৮ পঠিত ... ১৬:১৫, মার্চ ১৯, ২০২৩

Top