রমজানের প্রস্তুতির জন্য দুবাই থেকে টাকার ভল্ট ও সুগন্ধি আতর কিনলেন জনৈক ব্যবসায়ী

১৪৩ পঠিত ... ১৫:৫৭, মার্চ ১৮, ২০২৩

Ator-o-vault

রমজান কড়া নাড়ছে দরজায়। রমজানকে সামনে রেখে সব শ্রেণি-পেশার মানুষই নিচ্ছেন নানান প্রস্তুতি। প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরাও। জানা গেছে, রমজানকে সামনে রেখে দুবাই থেকে টাকার ভলট ও সুগন্ধি আতর কিনেছে এক ব্যবসায়ী।  

নিজের এই প্রস্তুতি সম্পর্ক এই ব্যবসায়ী বলেন, ‘রমজান চলে আসলো। ইবাদত-বন্দেগি করতে হবে। আতর মেখে তারাবি পড়তে যাবো। সেজন্য বেশ কিছু আতর কিনলাম। আর টাআর ভল্ট তো লাগেই! বুঝেনই তো রমজান চলে আসলো।’

দুবাই থেকে সৌদি গিয়ে ওমরা করার পরিকল্পনাও আছে এই ব্যবসায়ীর। নিজের ওমরাহর বিষয়ে বলতে গিয়ে এই ব্যবসায়ী বলেন, ‘আবার কবে সময় পাই জানি না! সেজন্য ওমরাহটা করে নিলাম। আসলে দুনিয়ার মায়ায় পড়ে থাকলে তো হবে না! এত টাকা-পয়সার কোনোটাই তো আসলে কবরে যাবে না।’

ওমরাহ করে ফেরার পথে আজওয়া খেজুর কেনার পরিকল্পনার কথাও জানান তিনি। তিনি বলেন, ‘ইফতারে আজওয়া খেলে শুনছি একটু বেশি নেকি পাওয়া যায়। তাই নিয়ে যাচ্ছি।’

১৪৩ পঠিত ... ১৫:৫৭, মার্চ ১৮, ২০২৩

Top