সপ্তাহে তিনটার বেশি ছবি আপলোড দিলেই গুনতে হবে ১০০ ডলার

১১৮ পঠিত ... ১৭:২৩, মার্চ ১২, ২০২৩

3tar-beshi-chobi-upload-dile

ফেসবুকের এসেছে নতুন নিয়ম। ব্লু টিক বিক্রি করার পর এবার জানা গেল, ছবি আপলোডেও এসেছে সীমাবদ্ধতা! সপ্তাহে তিনটার বেশি ছবি আপলোড দিলেই জরিমানা ১০০ ডলার! কী হবে এবার ফটোজেনিকদের? কোথায় যাবেন তারা? কীভাবেই বা ব্যবস্থা করবেন এতগুলো টাকার?

এমনই এক ফটোজেনিককে আমাদের স্টুডিওতে ডাকলে তিনি জানালেন, ‘আমি তো দিনেই ২০ থেকে ৩০টা ছবি স্টোরিতে দেই! সপ্তাহে আমার হাজারখানেক ছবি আপলোড করা হয়ে যায়। এখন কি আমি এতো এতো ছবির জন্য টাকা দিতেই থাকব নাকি? টাকা কি গাছে ধরে! আবার, ছবি আপলোড দেয়াও তো বন্ধ করতে পারব না। কত ফ্যান ফলোয়াররা আমার স্টোরি দেখার জন্য হাঁ করে বসে থাকে, তাদের কথাও তো মাথায় রাখতে হবে আমাকে!’  

আরেক ফটোজেনিক আপুকে ডাকলে আপু আমাদের স্টুডিওতে বসেই মোটামুটি ২০টা ছবি তুলেন, সেখান থেকে ১০টা ছবি সিলেক্ট করেন, তারপর ৮টা ছবি তার বেস্টফ্রেন্ডকে পাঠালেন এবং শেষে ৫টা আলাদা আলাদা ক্যাপশনে ৫টা ছবি আপলোড দিলেন। এই কাজের ফাঁকেই তিনি আমাদের জানালেন, ‘টাকা ১০০ ডলার হোক আর ৫০০ ডলার হোক, আমি ছবি দেয়া ছাড়বোই না! লাগলে আমি রাস্তায় ভিক্ষা করে টাকা ম্যানেজ করবো!’   

তবে এরমধ্যে কিছু শান্ত-শিষ্ট, ভোলাভালা মানুষ খুব খুশি হয়েছেন। কারণ বাকিদের ৩০-৪০টা স্টোরি একেবারে দেখে শেষ করতে বিরক্তির পাশাপাশি সময়ও লাগে প্রায় ঘণ্টাখানেক!

১১৮ পঠিত ... ১৭:২৩, মার্চ ১২, ২০২৩

Top