রমজানকে সামনে রেখে ক্লিয়ারেন্স সেল দিচ্ছেন সরকারি কর্মকর্তা, ফাইল প্রতি ঘুষে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট

১৬২ পঠিত ... ১৭:১৪, মার্চ ১২, ২০২৩

Ghosh

রমজানকে সামনে রেখে এবার ক্লিয়ারেন্স সেলের সেবা নিয়ে এসেছেন উগান্ডার এক সরকারি কর্মকর্তা। জানা গেছে, রমজানের আগে আগে টেবিলের সব ফাইল ছেড়ে দিতে ফাইল প্রতি ঘুষে ৫০% ডিসকাউন্ট রেখেছেন তিনি। মূলত রমজাম মাসে ঘুষ খাওয়ার মতো গর্হিত কাজ থেকে বিরত থাকার জন্যই এমন ছাড়ের ব্যবস্থা এই কর্মকর্তার।

মাথায় টুপি পরে আতর মাখতে মাখতে eআরকি এই সরকারি কর্মকর্তা বলেন, ‘রোজার মাস চলে আসতেছে। একটু ইবাদত বন্দেগি করবো। সেজন্য ফাইলগুলা সব শেষ করতে চাই। গতবছর একটা ফাইলের ঘুষের টাকা দিতে হচ্ছিলো দেখে আমি তারাবির জামাত মিসি করছি। এইবছর এই ঝামেলা নিয়ে নিতে চাই না।’

শুধু ঘুষ না, এই রমজানে নিজেকে আরও শুদ্ধ করার পরিকল্পনা এই কর্মকর্তার। তিনি বলেন, ‘৪০দিন আগে মদ ছেড়েছি, বিড়ি-সিগারেটও ছেড়েছি। এখন ঘুষটা ছেড়ে দিতে পারলেই প্রথম রমাজনের সেহেরিটা আরামসে করা যাবে।’

তবে রমজানে বিশেষ সেবার ব্যবস্থাও করেছেন এই কর্মকর্তা। তিনি জানান, ‘মাগরিবের পরে তো বসতে পারি না, টাইম পাই না আসলে। একটু পরই  তারাবি শুরু হয়। সেজন্য তারাবির পর থেকে তাহাজ্জুদ পর্যন্ত বাসায় পার্ট টাইম বিসিসে ফাইল ছাড়বো।’

১৬২ পঠিত ... ১৭:১৪, মার্চ ১২, ২০২৩

Top