ফেসবুকের ব্লু ব্যাজ পাওয়া যাচ্ছে গুলিস্তানেও

১৬৮ পঠিত ... ১৮:০৪, ফেব্রুয়ারি ২০, ২০২৩

Blue-badge

ফেসবুকের ব্লু ব্যাজকে পেইড সার্ভিস হিসেবে চালু করতে যাচ্ছেন মার্ক জাকারবার্গ। মাসিক ১২ ডলারের বিনিময়ে যে কেউ এই সার্ভিসটি নিয়ে জায়গা করে নিতে পারবেন ফেসবুকের ভেরিফাইড সমাজে তবে বাঙ্গালিরা চাইলে ব্লু ব্যাজ গুলিস্থান থেকেও নিতে পারবেন, এমনটাই জানানো হয়েছে ফেসবুকের তরফ থেকে এমনকি সেখানে রয়েছে দরদাম করার ব্যবস্থাও।

এ ব্যাপারে কথা বলতে গেলে জাকারবার্গ ভাইকে ফেসবুক অফিসে পাওয়া যায়নি, পরে গুলিস্তানে গেলে দেখা যায় তিনি এক কাস্টমারের সাথে তুমুল বাক-বিতণ্ডায় ব্যস্ত।

পরিস্থিতি ঠান্ডা হলে তিনি আমাদের বলেন, ‘আমি আগেই জানতাম বাঙ্গালিকে ব্লু ব্যাজ এক দামে কেনানো যাবে না। তাই আমরা আলাদা গুলিস্তান টুকরি প্লাজায় আলাদা আউটলেট রেখেছি। কিন্তু ভাইরে ভাই এরা এককাঠি সরেস, ১২ ডলারের ব্লু ব্যাজরে ১ ডলারে দিতে বলে। মাথাটাই গরম হয়ে গিয়েছিলো একদম।’

তবে গুলিস্তান থেকে কেনা ব্লু ব্যাজ নকল বলে আমাদের কাছে অভিযোগ করেছেন এক ক্রেতা। তিনি বলেন, ‘এগুলো আসল ব্লু ব্যাজ না, এগুলো চাইনিজ ব্লু ব্যাজ।‘

১৬৮ পঠিত ... ১৮:০৪, ফেব্রুয়ারি ২০, ২০২৩

Top