সিলেটি হয়েও এখনও আইএলটিএস না করায় আবাদি ঘোষণা করা হলো জিন্দাবাজারের জাকিরকে

৩০১ পঠিত ... ১৭:৩২, জানুয়ারি ২৪, ২০২৩

সিলেটি-হয়েও

সিলেটি সনদপত্র পাওয়ার প্রথম ও প্রধান উপায় হলো আপনার গোষ্ঠীর কাউকে না কাউকে লন্ডনে থাকতেই হবে। কিন্তু, গোষ্ঠীর এবং সনদপত্রের নাম রক্ষার্থে আপনি যদি দেশে থেকেও আইএলটিএস না করে থাকেন, তাহলে আপনি আবার কীসের সিলেটি? এমন প্রশ্নের মুখেই পড়েছেন আজ জাকির। জানা গেছে, আইএলটিএস না থাকার কারণে সিলেট থেকে আবাদি ঘোষণা করা হয়েছে তাকে। 

এ বিষয়ে জাকিরকে জিজ্ঞেস করলে মন খারাপ করে বললেন, ‘আমার তো বাফ, দাদা হখলও সিলেটি। সিলেট আমরার জন্ম, কর্ম হখলতা। এরলাগি আমি বিদেশ বাড়িত যাইতাম নায় তেও আইএলটিএস খেনে খরতাম কইন চাইন! আন্দু টেখাগুন নষ্ট করতাম না খরি আমি ই ডিসিশন লইলাম আর তারা আমারে আবাদি খইয়া আমার লগে না-ইনসাফি খররা। আমার বড় হুফুর ফুরা ফ্যামেলি লন্ডন থাকইন এর বাদেও যদি আমার ইতা হুনা লাগে, এ দুক আমি খারে কইতাম ভাই!’

জাকিরের বেস্টফ্রেন্ড সুহেলের সাথে কথা বললে সুহেল জানালো, ‘আমরার হকলটিয়ে আইএলস খরি লাইছি। হে যে খেনে করলো না আমরা বুঝলাম ওউ না। আইএলস খরলেই যে লন্ডন যাইতাম ওইবো ইলান তো নায় কিন্তু ইগুতো আমরার এখটা সার্টিফিকেট, ফরিচয়! ইজাত বেয়াক্কলি আমরা বন্ধু-বান্ধব খেউ ওউ করছি না হেরে কিগুয়ে কান ফরা দিচ্ছে মাবুদে জানোইন!’

জাকির বা সুহেল দুজনের একজনের কথাও বুঝতে পারলেন না আমাদের সাংবাদিক। তবু আমরা ধারণা করে নিয়েছি, এটা একটা গুরুতর অপরাধ!

৩০১ পঠিত ... ১৭:৩২, জানুয়ারি ২৪, ২০২৩

Top