ফুটবল থেকে অফসাইড নিষিদ্ধ চান আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠী

৭৩৫ পঠিত ... ১৫:৪৪, নভেম্বর ২৩, ২০২২

Offside-nishiddho

বিশ্বকাপ মানেই টানটান উত্তেজনা। নিজের দলের খেলার দিন সমর্থকদের যেন আনন্দের শেষ নেই। তবে গতকালের খেলায় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আনন্দে পানি ঢেলে দিলো অফসাইড। বার বার আর্জেন্টিনার করা গোল অফসাইড হওয়ায় ২-১ গোলে হেরে গেলো আর্জেন্টিনা। সমর্থকরা এই হারে ক্ষোভ প্রকাশের পাশাপাশি ফুটবল থেকে অফসাইড নিয়ম অপসারণের দাবি জানিয়েছেন।

অফসাইড ফুটবলের সৌন্দর্য নষ্ট করে মতামত দিয়ে এক আর্জেন্টাইন সমর্থক বলেন, ‘ ফুটবল অফসাইডের কলঙ্ক থুক্কু অফসাইড ফুটবলের কলঙ্ক। এই কলঙ্কের কারণে চার গোল দিয়াও জিতি নাই। যারা আসল খেলা জানে তারা কি এতো অফসাইড দেখে খেলে নাকি! ফুটবল হচ্ছে বল বারে ঢুকানোর খেলা। ঢুকাইতে পারলেই হলো, এখানে এত নিয়ম কেন থাকবে। দেখে তো মনে হইতেছিল অফসাইড দেখতে বসছি ভুল করে খেলা দেখে ফেলছি।‘

অফসাইডকে অনৈতিক ও মানবতাবিরোধী আখ্যা দিয়ে অন্য এক নেতা বলেন, গোল দিলাম গোল হইলো না। এটা তো বেইনসাফি কাজ। ফুটবলের মত একটা খেলায় বেইনসাফি নিয়ম থাকতে পারে না।‘

দাবি না মানলে গণ আন্দোলনের ডাক দিবেন বলেও জানান আর্জেন্টাইন সমর্থকের একটা অংশ। যদিও বাস মালিক সমিতির ভয় দেখানো হলে তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

৭৩৫ পঠিত ... ১৫:৪৪, নভেম্বর ২৩, ২০২২

Top