ভয় না পেয়ে যেভাবে হরর সিনেমা দেখবেন

২৭৩ পঠিত ... ১৭:৫১, জুন ০৪, ২০২৪

30

ভয়কে জয় করে হরর সিনেমা দেখার মতো সাহস আমাদের অনেকেরই নেই। কিন্তু, আজকের এই উপায়গুলো জেনে নিলে, আপনি ভয়কে জয় করতে না পারলেও, দেখতে পারবেন হরর সিনেমা। আজকের পর থেকে হরর সিনেমা দেখা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না।

১# হরর সিনেমা প্লে করে মোবাইলে স্ন্যাপচ্যাট ওপেন করুন। তারপর স্ন্যাপচ্যাটের ফানি ফিল্টার বের করে সেটা ধরুন টিভির সামনে। হরর ফেসগুলো হয়ে উঠবে একেকটা ফানি ফেস।

২# সিনেমা প্লে করুন কিন্তু সাউন্ডটা মিউট করে রাখুন। সাউন্ড ছাড়া কীভাবে দেখবেন? সাউন্ড হিসাবে প্লে করুন, টম অ্যান্ড জেরি কার্টুনের সাউন্ড। কার্টুনের সাউন্ডের সাথে সাথে হরর সিনেমা দেখতে আপনার একদমই ভয় লাগবে না।

৩# টিভিতে হরর সিনেমা ছেড়ে দিয়ে আপনি ঠিক টিভির উলটো দিকে মুখ করে বসে থাকুন। সিনেমা দেখাটাই আসল, কোন ভিউ থেকে দেখছেন তা না।

৪# একটা ফানি সিনেমা ডাউনলোড করে সেটা হরর সিনেমা নাম দিয়ে সেভ করুন। তারপর যত ইচ্ছা ভয়হীনভাবে হরর সিনেমা দেখুন।

৫# হরর সিনেমা দেখতে বসার আগে জীবনের সবথেকে ভয়ংকর কোনো কাজ করুন। এই যেমন, আপনার প্রেমিক/প্রেমিকার কথা বাসায় জানিয়ে দিন। দেখবেন, বাসার ভয়ের কাছে এই সিনেমা কিছুই না।

২৭৩ পঠিত ... ১৭:৫১, জুন ০৪, ২০২৪

Top