আপনি কি আপনার সিজিপিএ বাড়াতে চান? কিন্তু, সেটা বাড়ানোর জন্য পড়ালেখা করতে চান না? এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, আপনি চাইলেই পড়ালেখা না করে আপনার সিজি একদম হাই করে ফেলতে পারবেন।
১#
বাংলাদেশের বেশিরভাগ মানুষ একটা নির্দিষ্ট সময় হাই থাকে। হাই থাকার প্রখরতা বেশি থাকে বৃহস্পতিবার রাতে। আপনি সেই রাতে সেই মানুষদের সাথে আপনার সিজিকে পরিচয় করিয়ে দিতে পারেন। তারপর দেখবেন তাদের সাথে সাথে আপনার সিজিও হাই হচ্ছে।
২#
আপনি আপনার সিজিকে নিয়মিত হরলিক্স খাওয়াতে পারেন। সকালে একবার, বিকালে একবার, সম্ভব হলে রাতেও একবার। কারণ, হরলিক্স খেলে বেড়ে উঠে দ্বিগুণ শক্তিতে।
৩#
একটা দশ তলা বাসা বেছে নিন, তারপর আপনার সিজিকে নিয়ে সেই বাসার ছাদে চলে যান, সিজি ছাদের উপর রেখে আপনি নিচে নেমে আসুন। এবার নিচ থেকে উপরে তাকান, দেখবেন আপনার সিজি অনেক হাই!
৪#
ক্লাসে সবথেকে ভালো সিজি পাওয়া ছেলেটার বাসা খুঁজে বের করুন, গভীর রাতে তার বাসায় হামলা করুন, তার সিজি চুরি করুন, নিজের নাম লাগিয়ে নিন। ব্যস, হয়ে গেল সিজি হাই!
৫#
ফেসবুকে এসব অকারণ পোস্ট না পড়ে বাসায় বসে একটু পড়াশোনা করুন দেখবেন এমনিই সিজি বাড়ছে।