৭ জানুয়ারির জন্য যেভাবে প্রস্তুতি নেবেন

৩১০ পঠিত ... ১৭:২১, ডিসেম্বর ০৪, ২০২৩

405989270_677302517849576_869891223226505248_n

ধেয়ে আসছে ৭ জানুয়ারি। এই দিনটিকে নিয়ে নানান শ্রেণী-পেশার মানুষরা নিচ্ছেন নানান প্রস্তুতি। চলুন জেনে নেয়া যাক, ৭ জানুয়ারিকে সামনে রেখে কী কী ধরনের প্রস্তুতি নিয়ে রাখবেন।

 

১# ৭ জানুয়ারি যদি আপনার অনেক কাজ থাকে তাহলে আগে থেকেই রাত জাগার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এজন্য কফি খাওয়ার অভ্যাস বাড়ালে পারতে ভালো। সবচেয়ে ভালো হয়, এক মাসে আগে থেকে দিনে ঘুমিয়ে রাতে কাজ করার অভ্যাস তৈরি করা। এতে হুট করে একদিন রাত জাগতে হবে প্যারা খেতে হবে না। দীর্ঘদিনের অভ্যাসের কারণে ৬ জানুয়ারির রাতকে দিন মনে হবে।  

 

২# সিল মারার প্র্যাকটিস করে রাখুন। ৭ জানুয়ারি ও ৬ জানুয়ারি রাতে অনেক সিল মারা লাগতে পারে। যেখানে কম সময়ে বেশি সিল মারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আগে থেকে প্রতিদিন ৫ মিনিট করে সিল মারা প্র্যাকটিস করতে পারেন। পাশাপাশি অনলাইনে ৫৭ সেকেন্ডে ৪৩টি সিল মারার একটি ভিডিও আছে, যেটা দেশে সিল মারার মোটিভেশন পেতে পারেন।

 

৩# গলাধাক্কা দেয়ার প্র্যাকটিস করুন। ৭ জানুয়ারি একটি বড় কাজ থাকবে বিপক্ষ দলের এজেন্টদের গলাধাক্কা দিয়ে বের করে দেয়া। এই কাজটি অনেকে ঠিকঠাক মতো করতে পারে না। এজন্য দরকার প্র্যাকটিস। নিজ দলের কয়েকজন মিলে ডামি কেন্দ্র সাজিয়ে প্র্যাকটিস করে নিতে পারেন। একজন সাজবেন সরকারি দলের এজেন্ট, একজন বিপক্ষ দলের এজেন্ট। এরপর কী করবেন তা তো আপনারা জানেনই।

 

৪# ‘আপনার হয়ে গেছে, আপনি বাসায় চলে যান।‘ গানটি ৭ জানুয়ারি সারাদিন অনেকবার গাইতে হবে। এজন্য আগে থেকে প্র্যাকটিস করে রাখলে ভালো। নতুবা অনুষ্ঠানের দিন ভুল হয়ে যেতে পারে। এজন্য কানে হেডফোন লাগিয়ে গানটি বেশি বেশি শুনুন। গেয়ে প্র্যাকটিসও করতে পারেন।

৩১০ পঠিত ... ১৭:২১, ডিসেম্বর ০৪, ২০২৩

Top