সমুদ্রে নামার পর প্যান্ট ভেসে যাওয়া যেন দৈনন্দিন ঘটনা। গুলি মিস হয়, কিন্তু এটা মিস হয় না। তবে, আমাদের এই অভাবনীয় পয়েন্টগুলো জানার পর, আপনি সব গুলির হাত থেকেই বেঁচে যাবেন।
১#
কক্সবাজার গিয়ে দেড় শো টাকা দিয়ে হাফপ্যান্ট কিনেই সেটি পরে সমুদ্রে নেমে যাবেন না। ঢেউয়ের চোটে প্যান্ট থাকবে একদিকে আপনি থাকবেন আরেকদিকে। ১৫০ টাকা দিয়ে প্যান্ট কিনে আরও ১৫০ টাকা দিয়ে ভালো একজন দর্জি দিয়ে ভালো করে সেলাই করে নিন।
২#
একটা প্যান্ট পরবেন আর একটা প্যান্ট হাতে নিজের কাছে রেখে দেবেন। একটা সমুদ্রে ভেসে গেলে যেন ইজ্জত নিয়ে আবার উপরে উঠতে পারেন।
৩#
সমুদ্রে নামার আগে উপরে একজন দর্জিকে বসায়ে রাখবেন। যেন প্যান্ট ছিঁড়ে গেলে আপনার উঠে আসতে না হয়। সে সেলাই করে দিবে আপনি আবার পরবেন।
৪#
ফেসবুকে এসে লাইভ করবেন। লাইভে আপনার ফ্যান ফলোয়ার্দের কাছে প্যান্ট গিফট চাইবেন। বলবেন, ‘তোমরা প্যান্ট না দিলে আমি সমুদ্র থেকে উঠে আসব না।’
৫#
জীবনের সব মায়া-মমতা ত্যাগ করে ওই অবস্থাতেই উপরে উঠে আসবেন। এবং সবাইকে শুনিয়ে শুনিয়ে বলবেন, ‘যেভাবে জন্মেছি, এভাবেই পথ চলছি।‘
৬#
সমুদ্রের দিকে মুখ করে প্যান্টের কাছে আকুতি জানাবেন, ‘যে ঢেউয়ে তুমি চলে গেছ, তার পরের ঢেউয়ে আবার ফিরেও আসো।‘
৭#
একটা প্যান্ট পায়ে আরেকটা প্যান্ট হাতে পরে যাবেন। পায়েরটা খুললেও হাতেরটা খুলবে না।
৮#
জায়েদ খানের মতো ডিগবাজি জানলে সেটা কাজে লাগাবেন। মানুষ ডিগবাজিই দেখবে এছাড়া কী দেখা যাচ্ছে তা দেখবে না।