ধানমন্ডি ৯/এ এলাকার এই জেব্রা ক্রসিং দিয়ে যেভাবে রাস্তা পার হবেন

৩০৭ পঠিত ... ১৭:৩৯, সেপ্টেম্বর ১৮, ২০২৩

ধানমন্ডি

ধানমন্ডি ৯/এ এলাকার এই জেব্রা ক্রসিং দেখে অনেকেই আছেন বিপদে। কেউই উদ্ধার করতে পারছেন না এই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সঠিক নিয়ম। তাই আপনাদের সাহায্যে এসেছে eআরকি। এখনই জেনে নিন এই জেব্রা ক্রসিং দিয়ে কীভাবে পার হবেন।

 

১#

আপনাকে একটা ব্যক্তিগত হেলিকপ্টার কিনে নিতে হবে। অবশ্য আপনি গরিব হলে হেলিকপ্টার ভাড়াও করতে পারেন। তারপর সেটায় চড়ে চলে যাবেন ওপারে।

 

২#

সুপারম্যানের সাথে বন্ধুত্ব করার সময় এটাই। আপনার সুপারম্যান বন্ধু আপনাকে রাস্তা পার করে দিতে সাহায্য করবে।

 

৩#

আপনি হয়ে উঠুন একজন লুসিড ড্রিমার। ঘুমের মধ্যে লুসিড ড্রিমিং এর মাধ্যমে আপনি চাইলেই এই রাস্তা পারাপার করতে পারবেন।

 

৪#

স্মার্ট বাংলাদেশের এই যুগে ম্যাপ ইউজ করাটাই বুদ্ধিমানের কাজ। মোবাইল হাতে নিন, ম্যাপ বের করুন, ব্যস! ম্যাপ দিয়েই রাস্তা পারাপার করুন।

 

৫#

সবথেকে ভালো হবে ঘরে বসেই রাস্তা পারাপার করতে পারলে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ঘরের দরজা-জানালা বন্ধ করে মেডিটেশনে চলে যাবেন। আপনার শরীর ঘরে থাকলেও আত্মা দিয়ে পারাপার হয়ে যাবেন রাস্তা।

 

৬#

বুদ্ধি থাকলেই উপায় আছে। ধানমন্ডি এলাকায় একটা বন্যার ব্যবস্থা করুন, তারপর নৌকা দিয়ে আরামসে রাস্তা পারাপার করুন।

৩০৭ পঠিত ... ১৭:৩৯, সেপ্টেম্বর ১৮, ২০২৩

Top