স্ত্রী চাকরি করলে সংসারে যা যা হয়

১৫৮৭ পঠিত ... ১৭:১৭, সেপ্টেম্বর ১৭, ২০২৩

স্ত্রী-চাকরি-করলে-সংসারে-যা-যা-হয়

স্ত্রী চাকরি করলে কি আসলে স্বামীর হক নষ্ট হয়? সন্তানের হক নষ্ট হয়? পর্দা নষ্ট হয়? নাকি হয় অন্য কিছু? eআরকির আইডিয়াবাজরা ভাবার চেষ্টা করেছে স্ত্রী চাকরি করলে আসলে কী কী হতে পারে।

 

১# স্ত্রী চাকরি করলে সংসারে বেশি টাকা আসে। সে টাকা জমিয়ে বছরের শেষে বা বছরের মাঝে কিংবা বছরে কয়েকবার দেশ-বিদেশ ঘুরে আসা যায়।

২# স্ত্রী চাকরি করলে তার কাছে টাকা আসে। সেই টাকা দিয়ে স্বামীকে দামি দামি গিফট দিতে পারে।

৩# অনেক স্বামী আছেন চাকরি করতে চান না। কিংবা হাউজ হাজব্যান্ড হয়ে থাকতে চান। স্ত্রী চাকরি করলে সেইসব স্বামীদের এই ধরনের স্বপ্নও পূরণ হয়।

৪# স্ত্রী চাকরি করে যদি কখনও অনেক বড় পজিশনে চলে যায় তাহলে তো আরও লাভ। স্বামীর যদি চাকরি না থাকে তাহলে স্ত্রীর কাছ থেকে স্কিল শিখে, পরামর্শ নিয়ে চাকরি শুরু করতে পারে।

৫# পর্দা যদি নষ্ট হয়ে যায় (জানালা ও বাসার পর্দার কথা বলছি) তাহলে চাকরিজীবী স্ত্রী নিজের টাকায় বাসায় নতুন ভালো মানের পর্দা নিয়ে আসতে পারে।

৬# স্ত্রী চাকরি করলে সংসারের আয় উন্নতি বাড়ে। একই সাথে সমাজ ও রাষ্ট্রেরও উন্নতি সাধন হয়।

৭# স্ত্রী চাকরি করলে মাঝে মাঝে স্ত্রীর অফিস থেকে ঘুরে আসা যায়। স্ত্রীর কলিগদের সাথে আড্ডাও দিয়ে আসা যায়।

৮# স্ত্রী চাকরি করলে এর প্রভাব সন্তানদের উপরও পড়ে। ফলে তারাও নিজেদেরকে মায়ের মতো সফল করে গরে তোলার স্বপ্ন দেখতে পারে, নিজেদেরকে ওভাবে গড়ে তুলতে পারে।  

৯# মাসের শেষের অনেকেই অভাবে পরে যায়। হাত খরচের টাকা থাকে না, পকেট খরচের টাকা থাকে না। ধারের জন্য হাত পাততে হয় বন্ধুবান্ধবের কাছে। স্ত্রী যদি চাকরি করে তাহলে মাস শেষে স্ত্রীর কাছ থেকে টাকা ধার নেয়া যায়।

১৫৮৭ পঠিত ... ১৭:১৭, সেপ্টেম্বর ১৭, ২০২৩

Top