জয়েন্ট কী?

৪১৯ পঠিত ... ১৭:৪৭, সেপ্টেম্বর ১৩, ২০২৩

joint-ki (1)

আজকে আমরা আমাদের এই অধ্যায়ে আলোচনা করব জয়েন্ট নিয়ে। জয়েন্ট কী, জয়েন্ট কোথায় কাজ করে, জয়েন্টের ব্যবহারবিধী ও বিস্তারিত।

 

১#

ইনসুলেশন মুক্ত দুটি আলাদা তারকে একটি নির্দিষ্ট নিয়মে প্যাঁচানোর পদ্ধতিকে জয়েন্ট বলে। অন্যভাবে বলা যায়, এক বা একাধিক খেই যুক্ত আলাদা তারের সংযোগকে জয়েন্ট বলে। বৈদ্যুতিক তারের দৈর্ঘ্য বৃদ্ধি করতে জয়েন্ট করা হয়ে থাকে। তবে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বিভিন্ন সরঞ্জামে সংযোগ প্রদান করার জন্যও জয়েন্ট করা হয়।

 

২#

জয়েন্ট হচ্ছে ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্ট। যেসব ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় একাধিক ব্যাক্তিকে মালিকানা করা হয় সেসব ব্যাংক অ্যাকাউন্টকে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট বলে। আরও সহজভাবে বললে, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে একাধিক ব্যক্তির অধীনে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলাকে বোঝায়।  

 

৩#

জয়েন্ট হচ্ছে একটা চাকরির নাম। এই চাকরিটা হচ্ছে, জয়েন্ট সেক্রেটারির চাকরি। জয়েন্ট সেক্রেটারি যে কোনো সংস্থা বা সংস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, মূল অপারেশনাল এবং প্রশাসনিক কার্যাবলী তত্ত্বাবধান এবং পরিচালনার জন্য দায়ী। 

 

৪#

জয়েন্ট হচ্ছে পরিবারের একটা টার্ম। যে পরিবারে দাদা, দাদি, চাচা, ফুফু, খালা, মামা, অমুক, তমুক সবাই মিলে বসবাস করেন সেই পরিবার হচ্ছে একটা জয়েন্ট পরিবার।

 

৫#

জয়েন্ট এক প্রকার কোম্পানি। সাধারণ অর্থে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বহুসংখ্যক ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে এবং যৌথভাবে মূলধন বিনিয়োগ করে যে আইনসম্মত কারবার গঠন করে তাকে জয়েন্ট স্টক কোম্পানি বলা হয়।

 

৬#

আপনি যা ভাবছেন তাই।

৪১৯ পঠিত ... ১৭:৪৭, সেপ্টেম্বর ১৩, ২০২৩

Top