বাংলাদেশ যদি চাঁদে চন্দ্রযান পাঠায় তাহলে যা যা হবে  

৫১৫ পঠিত ... ১৭:৩৫, আগস্ট ২৪, ২০২৩

Bangladesh-jodi-chondrojan-pathay

চাঁদে চন্দ্রযান পাঠিয়ে সফল হয়েছে বাংলাদেশের পাশের দেশ ইন্ডিয়া। তাদের সফলতা সবাই টিপিক্যাল বাঙালি মায়েদের মতো চোখে আঙুল দিয়ে বাংলাদেশকে দেখিয়ে দিচ্ছে। বাংলাদেশের চাঁদে চন্দ্রযান না পাঠাতে পারার হাহাকার দেখেই আমাদের প্রতিবেদক আজকে এই বিশেষ প্রতিবেদন লিখেছেন। যা ভবিষ্যতে কখনও বাংলাদেশ চাঁদে যাওয়ার উদ্যোগ নিলে কাজে আসবে।

 

১#

ইন্ডিয়া মাত্র ৮০০ কোটি টাকা দিয়ে চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে। কিন্তু, আমরা কখনোই এত কম টাকায় চাঁদে চন্দ্রযান পাঠানোর উদ্যোগ নেব না। সবার আগে যেটা হবে আমাদের ১০০ কোটি টাকার উপরে কয়েকটা আলাদা আলাদা বাজেট করা হবে।

 

২#

প্রকল্প শুরু হওয়ার তিন মাসের মাথায় আমাদের প্রকল্প বন্ধ হয়ে যাবে। এই প্রকল্প আবার পুনরায় শুরু করতে নিলে আমাদের ডাবল বাজেট হাতে থাকতে হবে।

 

৩#

আমাদের চন্দ্র অভিযানে কোনো মহাকাশচারী থাকবে না এমনকি কোনো মহাকাশচারী এ অভিযান সম্বন্ধে কিছু জানবেই না। অভিযানে যাবেন আমাদের কোনো এক সচিব, সাথে সচিবের স্ত্রী, মেয়ের জামাই, বেয়াই ও খালাতো ভাইয়ের শ্বশুর।

 

৪#

এই মিশনের মাধ্যমে আমাদের অনেক অনেক সরকারি আমলা ও রাজনীবিদরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন। তাদের টাকার পরিমাণ হাজার থেকে কয়েক কোটিতে রুপ নেবে। মধ্যবিত্তরা হয়ে উঠবেন উচ্চবিত্ত।

 

৫#

আমাদের চন্দ্রযান প্রজেক্টের প্রতিটা ইকুইপমেন্ট থাকবে বাঁশের তৈরি। আমরা বাঁশ ছাড়া অন্য কোনো কিছুই ব্যবহার করব না।  

 

৬#

আমাদের এই অভিযানকে সামনে রেখে প্রতি ৫ দিন পর পর নানান জায়গায় সংবাদ সম্মেলন হবে। সেখানে আমাদের উচ্চপদস্থ রাজনীতিবিদরা এসে বক্তৃতা দেবেন।

৫১৫ পঠিত ... ১৭:৩৫, আগস্ট ২৪, ২০২৩

Top