গাড়ী পানিতে পড়লে কী করবেন?

৭৩৩ পঠিত ... ১৭:৩২, জুন ২০, ২০২৩

 

গাড়ি

গাড়ি পানিতে পড়া মোটেই কোনো স্বাভাবিক ঘটনা না। কিন্তু ঘটে যখন যাবে, তখন এইসব টিপস পড়ার সময় আর থাকবে না। বুদ্ধিমান হিসেবে, আগে আগেই জেনে নিন, জায়গামতো কাজে লাগবে।

১# আতংকিত হওয়া যাবে না।

এ ধরনের পরিস্থিতিতে আতংকিত হওয়াই স্বাভাবিক, তবে চেষ্টা করুন শান্ত থাকতে।

২#সময় ক্ষেপণ করা যাবে না।

পানিতে গাড়ি ডুবে যাচ্ছে, এটা খুবই বিপজ্জনক পরিস্থিতি, কিন্তু মনে রাখতে হবে আপনার হাতে মাত্র ৩০ থেকে ১২০ সেকেন্ড সময় আছে। এর মধ্যেই দ্রুত করণীয় ঠিক করে ফেলতে হবে। গাড়ি থেকে বের হবার আগে সাহায্য চেয়ে ফোন দেয়ার দরকার নেই, কারণ দুর্ঘটনাস্থলে তাৎক্ষনিক সাহায্য এসে পৌঁছানোর সম্ভাবনা এক্ষেত্রে খুব কম। ততক্ষণে বরং আপনার মূল্যবান সময় নষ্ট হবে।

৩#দ্রুত সিট-বেল্ট খুলে ফেলতে হবে।

বাস বা অন্য কোন যানবাহনে থাকলে যেখানে সিট-বেল্ট নেই সেখানে প্রথমেই জানালা খুলে ফেলতে হবে। গাড়ি পানিতে ডুবে গেলে প্রথমেই গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে লকড হয়ে যায়। চেষ্টা করুন গাড়ি আনলক করে দ্রুত বেরিয়ে যাবার। দরজা খুলতে না পারলে জানালা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন।

৪#গাড়ির কাচ নামাতে না পারলে জানালা ভাঙতে হবে।

সাধারণত গাড়ির কাচ খুব মজবুত হয়, হালকা কিছুর আঘাতে সেটি ভাঙবে না। চালকের আসনের পাশের আসনটির হেডরেস্টের সাথে ইস্পাতের একটি ছোট রড থাকে, যা গ্লাস-ব্রেকিং হ্যামার নামে পরিচিত, সেটি দিয়ে গাড়ির কাচ ভাঙা যায়। সেটি খুঁজে না পেলে হাতের কাছে শক্ত কোনো কিছু দিয়ে চেষ্টা করুন কাঁচ ভাঙার। কিছু না পেলে লাথি দিয়েও চেষ্টা করতে পারেন।

৫#

পানিতে ডুবে গেলে চেষ্টা করবেন যেন কোনভাবেই যেন নাক-মুখ দিয়ে পানি না ঢুকে। দমবন্ধ করে আটকে রাখুন।

৬#

সাথে শিশু থাকলে তাদের আগে গাড়ি থেকে বের করুন।

৭#

জানালা বা দরজা যেখান দিয়েই বের হন, দ্রুত সাঁতরে ওপরে উঠে যান। পানির বুদবুদ খেয়াল করুন। বুদবুদ দেখেই আপনি ওপরে যাওয়ার পথ বুঝতে পারবেন।

সোর্স: বিবিসি 

৭৩৩ পঠিত ... ১৭:৩২, জুন ২০, ২০২৩

Top