পায়রা বিদ্যুৎ কেন্দ্র যেভাবে চালু হতে পারে

৫৫৫ পঠিত ... ১৬:১৪, জুন ০৫, ২০২৩

Payra

কয়লা সংকটের কারণে সাময়িক বন্ধ আছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। বেড়েছে লোডশেডিং। এমতাবস্থায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পুণরায় চালু না হওয়া পর্যন্ত লোডশেডিং কমার তেমন সম্ভাবনাও নাই। কীভাবে চালু করা যেতে পারে কেন্দ্রটি? এমনই কিছু দুর্দান্ত আইডিয়া নিয়ে ভাবতে বসেছিলো eআরকির গবেষক দল। 

১#

শুরুতেই পায়রা বিদ্যুতকেন্দ্র পুণরায় চালু করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটা কমিটি গঠন করা যেতে পারে। কমিটি গঠন করার আগে অবশ্যই সম্ভাব্যতা যাচাইয়ের খরচের বিষয়টি মাথায় রাখতে হবে। কোনোভাবেই ৩০০ কোটির কম খরচ করা যাবে না। কম খরচ করলে কেন্দ্র চালু নাও হতে পারে।

২#

সম্ভাব্যতা যাচাইয়ের পর অন্তত ৩০ জনের বেশি কর্মকর্তাদের নিয়ে একটা বিদেশ সফরের আয়োজন করা যায়। সফরের উদ্দেশ্য হতে পারে, বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ কেন্দ্র চালু করার জন্য জ্ঞান অর্জন। এমন একটা সফর সম্পন্ন করতে পারলে চোখের পলকে আবার চালু হয়ে যাবে পায়রা বিদ্যুৎ কেন্দ্র।

৩#

প্রথম বিদেশ সফরের পর আরও একটি বিদেশ সফর রাখা যায়। দ্বিতীয় সফরটি হতে পারে কয়লা কেনার জন্য বিদেশ সফর। এই সফরে সংশ্লিষ্টদের স্ত্রী, সন্তান, মেয়ের জামাই ও বেয়াইনকেও সাথে রাখা যায়। একা যদিও যাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার সময়সীমা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। টাকা গেলে যাক, তাও বিদ্যুৎ কেন্দ্র একটু আগে আগে চালু হোক।

৪#

কেনাকাটার বিষয়ে অবশ্যই অতীতের মডেল ব্যবহার করতে হবে। পণ্যের যে বাজারদর তার থেকে অন্তত ৫ গুণ বেশি দামে জিনিসপত্র না কিনলে বিদ্যুৎ কেন্দ্র চালু নাও হতে পারে।

৫#

এতেও যদি চালু না হয় তাহলে একদল হেলমেটবাহিনীকে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে পাঠিয়ে চেষ্টা করা যায়। ওরা হারামজাদা পায়রা বিদ্যুৎ কেন্দ্রকে জিজ্ঞেস করবে ও কেন চালু হচ্ছে না? দু’একটা ধমক দিলে বিদ্যুৎ কেন্দ্রটি নিজে নিজে চালুও হয়ে যেতে পারে। হেলমেটধারীদের ধমককে অগ্রাহ্য করে এমন কলিজা পায়রা বিদ্যুৎ কেন্দ্রের আছে নাকি?

৫৫৫ পঠিত ... ১৬:১৪, জুন ০৫, ২০২৩

Top