সার্টিফিকেট পোড়ানোর আগে যা যা মনে রাখবেন

১১৪২ পঠিত ... ১৬:১১, মে ৩০, ২০২৩

Certificate-puranor-Age

আপনি কি সার্টিফিকেট পোড়ানোর চিন্তাভাবনা করেছেন? যদি এই চিন্তাভাবনা আপনার থেকে থাকে তবে এই আইডিয়া না দেখে গেলে অনেক লস হবে। একদমই এই লস করতে যাবেন না, তাহলে চাকরি পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না।

১#

আপনার সার্টিফিকেট যদি লেমিনেটিং করা থাকে তাহলে আগে লেমিনেটিংটা খুলে ফেলুন। কেননা লেমিনেটিং থাকলে পোড়াতে অসুবিধা হয়।

২#

পোড়ানোর আগে লাইভে যাওয়ার কথা একদমই ভুলবেন না। আগে লাইভে যাবেন তারপর পোড়াবেন।

৩#
ভুল করেও আসল সার্টিফিকেট পোড়াবেন না। যা পোড়াবেন সব ফটোকপি। নাহলে কিন্তু পরে সার্টিফিকেট না দেখাতে পারার ব্যর্থতায় চাকরি যাবে।

৪#
সার্টিফিকেট পোড়ানোর আগে সার্টিফিকেট অর্জন করতে হবে। আগে কিছু সার্টিফিকেট অর্জন করে নিন।

৫#

পোড়ানোর আগে একটা ভালো স্ক্রিপ্ট লিখে নেবেন। নিজে না পারলে কাউকে দিয়ে লেখাবেন, কেননা লাইভে এসে কথা বলে বলেই পোড়াতে হবে।

৬#
পোড়ানোর আগে নিশ্চিত হয়ে নেবেন চাকরি পাবেন নাকি না। নাহলে খামখা সময়, এম্বি, আগুন খরচ করে তো লাভ নাই।

 

১১৪২ পঠিত ... ১৬:১১, মে ৩০, ২০২৩

Top